গত ২২ মে, বনপাড়া ধর্মপল্লীতে কর্মরত প্রেরিতগণের রাণী মারীয়ার সংঘের সিস্টারদের পর্ব পালন করা হয়। পর্বদিন উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার শংকর ডমিনিক গমেজ ও সহার্পন করেন ফাদার পিউস গমেজ, ফাদার পল পিটার কস্তা ও ফাদার লিপন রোজারিও। খ্রিস্টযাগের শুরুতেই সিস্টারগণ প্রেরিতগণের রাণী মারীয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করেন এবং মায়েরর মূর্তিতে মাল্য দান করেন।
ফাদার শংকর ডমিনিক গমেজ, পর্বীয় খ্রিস্টযাগের উপদেশে বলেন, “একজন সিস্টার মণ্ডলির জন্য ধীরে ধীরে মায়ের রূপ ধারণ করেন। সিস্টারদের আত্মত্যাগের কারণেই আমরা সুন্দর সাজানো-গোছানো গির্জাঘর, চিকিৎসা সেবাসহ মণ্ডলিতে বিভিন্ন ধরণের সাহায্য-সহযোগিতা পাচ্ছি। প্রত্যকজন সিস্টার তাদের মার্তরূপ সেবাদানের মাধ্যমে মণ্ডলিতে মায়ের ভূমিকা পালন করে থাকেন।” উপদেশের পরপরই পুন্যবেদীর সামনে সিস্টারগণ তাদের ব্রত নবায়ন করেন।
খ্রিস্টযাগের শেষে শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজের উপস্থাপনায় সিস্টারদেরকে ফুল ও গানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। বনপাড়া সিস্টার কনভেন্টের সুপিরিয়র সিস্টার মেরী শুভ্রা তার শুভেচ্ছা বাণীতে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে ধর্মপল্লীর পক্ষ থেকে পাল-পুরোহিত ফাদার বিকাশ রিবেরু এর পক্ষে শুভেচ্ছা বাণী রাখেন ফাদার শংকর ডমিনিক গমেজ এবং শেষে বিস্কুট আর্শীবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসএমআরএ সম্প্রদায়ের সিস্টারদের পর্বদিনে সকল সিস্টারদেরকে অনকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বনপাড়া ধর্মপল্লীতে কমরত প্রেরিতগণের মারীয়া সংঘের সিস্টারদের পর্ব উদযাপন
Please follow and like us: