গত ২৫ মে ২০২১, রোজ মঙ্গলবার, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে সালেসিয়ান সিষ্টারদের জন্য তিন তালাবিশিষ্ট সিস্টার বাড়ী ও মেয়েদের হোস্টেল নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর আশীর্বাদ করেন রাজশাহী ধর্মপদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এ বিশেষ আশীর্বাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাটাডাঙ্গা ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার রকি যোসেফ কস্তা ওএমআই, সহকারী পাল-পুরোহিত ফাদার লিন্টু আরেং ওএমআই, লক্ষীকূল প্যারিসের দুইজন সালেসিয়ান সিষ্টার ও কাটাডাঙ্গা ধর্মপল্লীর সালেসিয়ান সিষ্টারগণসহ হোস্টেলের ছেলে-মেয়েরা এবং ইঞ্জিনিয়ার অমল ধরসহ মিশনের কর্মচারীবৃন্দ।

Please follow and like us: