গত ৪ জুন মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীর অর্ন্তগত সন্তোষপুর গ্রামের গির্জায় ওআইসিএসএম-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। এতে মুশরইল ও সন্তোষপুর গ্রামের ৬৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। দিনের কার্যক্রম শুরু করা হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুরমু। খ্রিস্টযাগের উপদেশে তিনি বিশেষভাবে ওআইসিএসএম-এর কার্যক্রমের উপর দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।
খ্রিস্টযাগের পরপরই ধর্মপ্রদেশীয় যুব কো-অডিনেটর ফাদার নবীন পিউস কস্তা ওআইসিএসএম-এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলাপ-আলোচনা করেন । বিশেষভাবে ওআইসিএসএম-এর কাজ কী, কী করে এবং কী কী ভাবে কাজ করে? এ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দ্বিতীয় সেশন পরিচালনা করেন, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু সি. কোড়াইয়া। তিনি মূলতঃ একজন খ্রিস্টান যুবক-যুবতী হিসেবে আধুনিক যোগাযোগের গণমাধ্যমগুলি কীভাবে খ্রীষ্টিয় জীবন-যাপনে ব্যবহার করতে পারে; এই বিষয়টি বিশদভাবে সকলের মাঝে উপস্থাপনা করেন। বর্তমানে রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশন করোনাকালীন সময় কীভাবে কাজ করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক যুবক-যুবতীদেরকে ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের সাথে যুক্ত হওয়ারও আহ্বান জানান। তৃতীয় সেশন পরিচালনা করেন ফাদার রিংকু সিজার কস্তা। তিনি জীবন আহ্বান কী এবং কিভাবে একজন যুবক-যুবতী তার ব্যক্তিগত জীবনে আহ্বান নির্ণয় করতে পারে সে বিষয়ে আলোকপাত করে সকলকে আহ্বান জীবনে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করেন।
সব সেশন শেষ হবার পর পরই ফাদারগণকে ফুল ও কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। পরে পাল-পুরোহিত ফাদার উইলিয়াম সবাইকে সব কিছুর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং অংশগ্রহণকারী সকলকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

Please follow and like us: