গত ৬ জুন, রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও তার এক ঘোষণাপত্রের মাধ্যমে জানান যে, বর্তমান ভিকার জেনারেল ফাঃ পল গমেজ-এর স্থলে ফাঃ ইম্মানুয়েল কানন রোজারিও-কে নতুন ভিকার জেনারেল হিসেবে নিয়োগ/দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ফাঃ পল গমেজ যিনি গত ২০১৬ জানুয়ারি থেকে ২ জুন ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন; তিনি গত ২ জুন ২০২১ খ্রিস্টাব্দ অনষ্ঠানিকভাবে পবিত্র আত্মা উচ্চ সেমিনারী’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশপ মহোদয় তার ঘোষণাপত্রে আরও জানান যে, সকল যাজক, ব্রতধারী-ব্রতধারিণী এবং খ্রিস্টভক্তগণ যেন নতুন ভিকার জেনারেল ফাঃ ইম্মানুয়েল কানন রোজারিও-কে তার সেবাদায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা দান করেন।
পরিশেষে, পবিত্র উচ্চ সেমিনারীর নতুন পরিচালক, ফা: গমেজ এবং নব দায়িত্বপ্রাপ্ত ভিকার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিও’কে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা এবং প্রার্থনা করি তারা যেন সুস্বাস্থ্যে থেকে তাঁদের নিজ নিজ সেবা দায়িত্ব, নিষ্ঠা ও বিশ^স্ততার সঙ্গে পালন করতে পারেন।
-বরেন্দ্রদূত রিপোর্টার