গত ১৯ জুন, রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও’র প্রতিপালক সাধু জেভার্সের পর্বদিন উদযাপন করা হয় রাজশাহী বিশপ ভবনে। সকাল ১১:০০ টার সময় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে পর্বদিনের কার্যক্রম শুরু হয়। এতে রাজশাহী শহরের আশে-পাশের ধর্মপল্লী ও প্রতিষ্ঠান থেকে ১০ জন ফাদার, ৫ জন সিস্টার ও কয়েকজন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ রোজারিও বলেন, আমরা কখনই ‘ঈশ^র ও অর্থসম্পদ, এই দুইয়ের সেবা একইসঙ্গে করতে পারি না (মথি ৬: ২৬খ)।’ অর্থ আমাদের অহংকারী করে তুলে এবং ঈশ^র ও মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তার মানে এই নয় যে, আমাদের অর্থের প্রয়োজন নেই। অর্থসম্পদ থাকতে হবে, তবে সেটা যেন ঈশ^রের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে না দেন। বরং অর্থ দিয়ে আমরা যেন ঈশ^রের রাজ্য বিস্তারের জন্য বা তার মঙ্গলসমাচার প্রচারের জন্য ব্যবহার করি।’ খ্রিস্টযাগের পরপরই পর্বদিন উপলক্ষে বিশপ মহোদয়কে পর্বীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে পর্বীয় অনুষ্ঠানেরর ইতি টানা হয়।
-বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: