গত ৬ জুলাই ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও তার নতুন কমক্ষেত্র ক্যাথিড্রাল ধর্মপল্লীতে গমন করেন। যদিও অনুষ্ঠানিকভাবে গত ২৯ জুন ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আনুষ্ঠানুকভাবে তাকে বরণ করে নেওয়া হয়েছে। তার বর্তমান ধর্মপল্লীর কাজকর্ম সু-সম্পন্ন করে ৬ জুলাই নতুন কর্মক্ষেত্র ক্যাথিড্রাল ধর্মপল্লীতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। ক্যাথিড্রাল ধর্মপল্লীতে উপস্থিত হলে সেখানে কর্মরত ফাদারদ্বয় ও ব্রাদারদ্বয়সহ সকল কর্মচারীগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ভিকার জেনারেল ফাদার রোজারিও ক্যাথিড্রাল ধর্মপল্লীতে যাবার আগে পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরে। কলিমনগর নগর ধর্মপল্লী প্রতিষ্ঠার পর তিনিই সেখানকার প্রথম পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন। ফাদারের নতুন ক্ষেত্রে অনেক অনেক শুভ কামনা, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈশ^র তাকে সুস্বাস্থ্যে রাখুন এবং দীর্ঘজীবি করুন।
-বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: