বিগত ২১ থেকে ২৩ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশীয় খ্রীষ্টভক্তজনগণ বিষয় কমিশনের উদ্যোগে প্যারিস কাউন্সিলের সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সেমিনারে আয়োজন করা হয়। সেমিনারে মূলসুর ছিল “খ্রীষ্টিয় বিশ্বাসের গঠন ও বাণী প্রচারের নেতা-নেত্রীদের ভূমিকা”। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা এর মাধ্যমে উদ্বোধনী করা হয়। এই মূলসুর উপর আলোকপাত করেন ফাদার দিলীপ কস্তা, ফাদার শংকর গমেজ, ও মি. চয়ন রিবেরু। আলোচনার মধ্য ছিল : নেতৃত্ব কি ও নেতৃত্বের বিভিন্ন দিবসমূহ? একজন আর্দশ খ্রীষ্টান নেতার গুণাবলী, বর্তমান বাস্তবতায় পরিবারে ও সমাজে খ্রীষ্টিয় নেতৃত্ব, মুক্ত আলোচনা ও প্রতিবেদন পাঠ এর উপর সহভাগিতা করা হয়। উপস্থিত সংখ্যা ছিল ৫৪। সমাপনী খ্রীষ্টযাগ উৎসর্গ করেন চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুরমু।

Please follow and like us: