গত ১৬ই জুলাই, শুক্রবার হলি ক্রস হাই স্কুল এন্ড কলেজ, রাজশাহীর প্রথম ছাদ ঢালাই সম্পন্ন হয়। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আর্শীবাদ প্রার্থনা করে এ কাজের শুভ উদ্বোধন করেন। এছাড়াও ফাদার সিজার রোজারিও, ব্রাদার নির্মল গমেজ, সিএসসি, ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি ও ব্রাদার অর্পণ পিউরীফিকেশন, সিএসসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হলি ক্রস হাই স্কুল এন্ড কলেজ, রাজশাহী, হলি ক্রস ব্রাদারদের একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আগামী ২০২২ শিক্ষাবর্ষ থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করবে। আমরা এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করি।
– বরেন্দ্রদূত রিপোর্টার
Please follow and like us: