গত ১৮ই জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে, সেন্ট্রাল আমেরিকার পানামাতে ভাটিকান দূতাবাসে সেক্রেটারি পদে নিয়োগপ্রাপ্ত ফাদার লিংকু লেনার্ড গমেজকে ঘরোয়া পরিবেশে সম্বর্ধনা দেয়া হয়। ভাটিকানের কূটনৈতিক মিশনে যাবার আগে ফাদার লিংকু নিজ ধর্মপ্রদেশ রাজশাহীতে ছুটি কাটাতে বাংলাদেশে আসেন গত ৮ জুলাই। ছুটি শেষে তিনি আগষ্ট মাসের মধ্যে তার নিজ কর্মস্থল পানামার উদ্দেশ্যে যাত্রা করবেন। সম্বর্ধনা অুনষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিওসহ বেশ কয়েকজন ফাদার-সিস্টার। সান্ধ্যকালীন প্রাহরিক প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। প্রার্থনার পর গান গেয়ে ফুলের মালা পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে ফাদার লিংকু গমেজকে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে ফাদার লিংকু গমেজ তার অনুভূতি তুলে ধরে বলেন, “প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা যখন বেশী হয় আনন্দটা তখন এমনিতেই বেড়ে যায়। আজ আমি সত্যিই খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সেজন্য আমি সর্বপ্রথমে ঈশ্বরকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেদন করি। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের রাজশাহী ধমপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওকে, যিনি আমাকে এই কাজের জন্য বা মিশনের জন্য প্রস্তুত করেছেন। সেই সাথে ধর্মপ্রদেশের সকল পুরোহিতদেরকেও, কেননা পড়াশুনার সময় অনেকেই আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। এছাড়াও, আমাকে যখন রোমে এই বিষয়ে পড়াশুনার জন্য পাঠানো হয় তখন আমি নিজেও এ কাজ সম্পর্কে তেমন কিছু জানতাম না। তাই বলতে চাই, এই কাজ করার জন্য যে, সুযোগ পেয়েছি তা আমার কোন যোগ্যতার বলে নয়। তাই, আমি যদি গর্ব করতে চাই, তাহলে আমার দুর্বলতাকে নিয়েই আমি গর্ব করব। কেননা, আমি অযোগ্য হওয়া সত্ত্বেও ঈশ্বর আমাকে তার এ কাজ করার জন্য নিযুক্ত করেছেন। এ প্রসঙ্গে সাধ্বী তেরেজার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ছোট ছোট কাজ কর বড় ভালবাসা নিয়ে। তেমনি আমিও যেন আমার জীবনের ছোট বড় সব কাজ ভালবাসার মধ্য দিয়ে করার মাধ্যমে ঈশ্বরের সেবাকর্মী হয়ে উঠতে পারি।”
রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “ফাদার লিংকুকে আগেও বলেছি আবারও বলি, ফাদার লিংকু তার যোগ্যতা প্রমাণ করেছে। তবে এখানেই শেষ নয়। সবে মাত্র শুরু। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। জীবনের দীর্ঘ পথযাত্রায় যাজকীয় জীবনে ও কর্মে সদা বিশ্বস্ত থাকতে পারলে ও সফল হলেই আনন্দটা পূর্ণতা পাবে। সেই লক্ষ্যেই ফাদারের জন্য প্রার্থনা ও শুভকামনা।”
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও বলেন, আমি আজ সত্যিই খুব আনন্দিত। কারণ বহুদিন থেকেই আমি স্বপ্ন দেখতাম যে, আমাদের বাংলাদেশ থেকেও যেন পোপ মহোদয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য কাউকে পাঠাতে পারি। ফাদার লিংকুর মধ্য দিয়েই সেই স্বপ্ন পূর্ণ হতে শুরু করেছে। আমি চাই ফাদার লিংকু আরো অনেক বড় হোক। তবে সে কাজের জন্য ফাদার লিংকুকে অবশ্যই বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে। আমি একান্তভাবে প্রত্যাশা করি, ফাদার লিংকু সেটা করতে সফলকাম হবে। ভবিষ্যতেও বাংলাদেশ কাথলিক মণ্ডলি থেকে পোপ মহোদয়ের বিভিন্ন কাজে সহযোগিতা দেবার জন্য যেন আরো অনেকেই পাঠাবার প্রত্যাশা রাখি।
পরিশেষে ফাদার লিংকু গমেজেন এ নতুন যাত্রাপথ শুভ হোক। তিনি যেখানেই যাবেন, সেখানেই যেন রাজশাহী তথা, বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে যেতে পারেন।
-বরেন্দ্রদূত রিপোর্টার