গত ২১-২২ জুলাই ২০২১ বনপাড়া ধর্মপল্লীর ৫টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ১২ ম্যাচের ঈদ স্পেশাল ফুটবল টুর্নামেন্ট! তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সবার মধ্যে ছিল আনন্দ ও উৎফুল্লতা ! সুন্দর আয়োজন ও সকলের পারস্পরিক সৌহার্দপূর্ণ অংশগ্রহণ ও সফল সমাপনে সবার মধ্যেই ছিল আনন্দ ও কৃতজ্ঞতা! দুটো দিন ধর্মপল্লী, সেমিনারীর ফাদারগণ, সেমিনারিয়ানবৃন্দ ও ধর্মপল্লীর যুবক ভাইয়েরা সবাই যেন উদ্যোগে, আয়োজনে ও আনন্দে একপ্রাণ হয়ে ছিল ! এখানে জয় পরাজয় মুখ্য নয়, এক সাথে আনন্দ করাটাই ছিল এর আসল লক্ষ্য বা উদ্দেশ্য ! প্রত্যাশা থাকবে, নির্মল আনন্দ-বিনোদন ও প্রকৃত মানবিক শিক্ষা ও বিশ্বাসে বেড়ে উঠুক আমাদের যুব সমাজ ও আগামী প্রজন্ম।