দরিদ্র মানুষের দারিদ্রতার কশাঘাত অপরদিকে দুটি বছর ধরে করোনা ভাইরাসের আক্রমনে অনেকেই আজ কষ্টের মধ্যে অনাহারে-অর্ধাহারে দিন অতিবাহিত করছে। প্রয়োজনীয় জিনিসগুলো তারা পাচ্ছে না অর্থাৎ কাটার উপর যেন নুনের ঘা। যিশু যেন শিষ্যদের মতো আজ আমাদের সকলকে বলছেন, ”তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও”(মথি ১৪:১৬)। তাই আমাদের রাজশাহী ধর্মপ্রদেশের  ধর্মপালের উদ্যোগে এবারও বিভিন্ন ধর্মপল্লীতে দরিদ্র-অসহায় ও বিধবাদের মধ্যে সংকটকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধর্মপ্রদেশ কর্তৃক বেনীদুয়ার ধর্মপল্লীতে সাহায্যের জন্য ১ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেন। যা বিগত ২৩ জুলাই ২০২১ খ্রি: শুক্রবারের মধ্যে বেনীদুয়ার ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের  মোট ৬৬টি পরিবারের গরীব-অসহায় ও বিধবাদের মধ্যে প্রদান করা হয়। এতে লক্ষ্য করা যায় পরিবার প্রতি যদিও টাকার অংক যথেষ্ট না তবুও পরিবারগুলো ধর্মপ্রদেশের পরিচালক মণ্ডলির  প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: