৪ঠা আগস্ট সাধু জন মেরী ভিয়ান্নীর র্পব দিবস। সারা বিশ্বের প্রত্যেক জন পাল-পুরোহিতই এ দিন তাদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীকে সম্মান-শ্রদ্ধা ও ভক্তি প্রণাম জানিয়ে তাদের পর্বদিন পালন করে থাকেন। ১৯২৯ খ্রিস্টাব্দে পোপ একাদশ পিউস তাঁর সরলতা, ধার্মিকতা ও উত্তম পালকের দৃষ্টান্তের কথা স্মরণ করে সকল পাল- পুরোহিত তথা: র্ধমপ্রদেশীয় যাজকদের প্রতিপালক হিসেবে ঘোষণা দেন। তারই জীবনার্দশে ও আধ্যাত্মকিতাকে অনুসরণ, অনুকরণ করার লক্ষে পোপ ষোড়শ বেনেডিক্ট গত (১৯শে জুন ২০০৯ – ১৯শে জুন ২০১০) যাজক র্বষ হিসেবে ঘোষণা দেন জন মেরী ভিয়ান্নীর ১৫০তম মৃত্যু বার্ষিকীতে। তাই আজকের এই দিনে রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত তথা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল ধর্মপ্রদেশীয় যাজকদেরকে তাদের পর্বদিনে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে মনে রাখি তাঁর অন্তিম বাণী, “যে সারা জীবন ক্রশে শয্যা পেতেছে, সেই ক্রশেই মরণ-বরণ তাঁর পক্ষে কতই না আনন্দের।”
ফাদার বাবলু সি. কোড়াইয়া