গত ৫ সেপ্টেম্বর চাঁদপুকুর শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লীর জন্য ছিল অতীব আনন্দের দিন! এই দিন বিভিন্ন গ্রামে দীর্ঘদিন এবং পরে ধর্মপল্লীতে এনে আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্ততির মধ্য দিয়ে ১৩৫ জন কোমলমতি ছেলেমেয়ে ১ম পাপস্বীকার ও পবিত্র খ্রীষ্টপ্রসাদ প্রদান করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ এবং খ্রিস্টপ্রসাদ প্রদান করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও চিরো মন্তোয়া। সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন সহকারী পাল-পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ, ফাদার রিংকু সিজার কস্তা এবং ফাদার বিকাশ কুজুর, সিএসসি,ও ধর্মপল্লীতে কর্মরত শান্তি রাণী সম্প্রদায়ের সিস্টারগণসহ বহুসংখ্যক খ্রিস্টভক্ত।
-বরেন্দ্রদূত রিপোর্টার
Please follow and like us: