নিজস্ব সংবাদদাতাঃ গত ৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি: বুধবার যীশুর পবিত্র হৃদয়ের গির্জা বেনীদুয়ার ধর্মপল্লীতে বিভিন্ন গ্রামের মায়েদের নিয়ে অর্ধদিনব্যাপী মা-মারীয়ার জন্ম উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৩৫০ জন মা ও কয়েকজন ছেলে-মেয়ে উপস্থিত ছিল। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে মা-মারীয়ার জন্মদিনের উৎসব শুরু করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বাপ্পী এন. ক্রুশ। তিনি তার উপদেশে বলেন- মা মারীয়া হলেন আমাদের মা, এই মাকে যেন আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই ‘শুভ জন্মদিন, বলে। মা-মারীয়া সর্বদা আমাদের লালন-পালন করেন ও যত্ন নেন। পবিত্র খ্রিস্টযাগের পর রিজেন্ট সনেট কস্তা মা-মারীয়ার জীবনের উপর সহভাগিতা করেন এবং ফাদার বাপ্পী এন. ক্রুশ পরিবারে মায়েদের গুরত্ব ভূমিকার কথা তুলে ধরেন। পরিশেষে সকলের মায়ের নিকট রোজারিমালা প্রার্থনা করে ও দুপুরের আহারের মধ্য দিয়ে মা-মারীয়ার জন্ম দিনের অনুষ্ঠান শেষ করা হয়।
বেনীদুয়ার ধর্মপল্লীতে মা-মারীয়ার জন্মদিন পালন
Please follow and like us: