মহামারি করোনা আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক কিছুই। স্থবির করে দিয়েছে বিশ্ব জনজীবন। যার প্রভাবে ও অজুহাতে কর্মহীনতা, ধর্মহীনতা, বিশ্বাসের ভাটা দিন দিন বেড়েইে যাচ্ছে। বাড়ছে পারিবারিক ও সামাজিক সমস্যা। নৈতিক অবক্ষয়ের মাত্রা উর্ধ্বোমূখী। শুভ কাজে জন জমায়েত, ব্যক্তি সংযোগে প্রবল অনিহা। তবে কলহে মানুষের আকাল নেই। যুব ছাত্র-ছাত্রীরা বই বিমূখ। চিন্তার উৎকর্ষতার পথ রূদ্ধ করে অধঃপতনকে আলিঙ্গন করছে দলে দলে। আসক্তি বাড়ছে বহুমাত্রায় । ধারনার ব্যপ্তি ছাড়িয়ে তা বড়দের উম্মা প্রকাশে ভয়ের চিহ্ন ফুটে উঠছে। এ হেন বাস্তবতাগুলোকে সামনে রেখে আর কেন বসে থাকা। ধর্মপল্লী ও যুবাদের সমন্বিত উদ্যোগে ৩ সেপ্টেম্বর ২০২১ দিনব্যাপি আয়োজিত হয় “যুব সেমিনার এবং একতার উৎসব”; যার মূলভাব নেয়া হয় যুবাদের জন্য পোপ ফ্রান্সিসের শিক্ষার আলোকে “Sing but Keep Going… in Virtue, True Faith and Right Living…”! প্রথম পর্বে ছিল শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঃ শঙ্কর ডমিনিক গমেজ, অধ্যক্ষ সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ ধর্মপল্লী পরিচালনা কমিটির সেক্রেটারী মিঃ রতন পেরেরা এবং বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান মিঃ সুব্রত রোজারিও। সকলের আহ্বান ছিল করোনার কারণে মরিচিকা পরা ভবিষ্যত সম্ভাবনার জীবনকে জাগ্রত করার। উপস্থিত সকল বক্তা আশাবাদ  ব্যক্ত করে বলেন- আজকের সেমিনার ও একত্রিত হওয়ার মধ্য দিয়ে তোমরা প্রত্যেকে নিজ জীবনকে আলোকিত করার ও গড়ে তোলার জন্য রসদ সংগ্রহ করো। এরপর ফাঃ পিউস গমেজ অত্যন্ত সাবলীল ভাষায় মূলভাবের উপর তার উপস্থাপনা তুলে ধরেন।

এরপর যুবাদের সঙ্গে নিয়ে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাঃ সুশান্ত সি. ডি’ কস্তা। তিনি তার উপদেশ বাণীতে সকলকে অনুপ্রাণিত করেন যেন ধর্মপল্লীর কাজে আরও বেশি সক্রিয় হন এবং নিজ নিজ জীবনের প্রতি যত্নবান হতে শিখে। দুপুরের আহারের পরপরই সকলের অংশগ্রহণে শুরু হয় একতার উৎসব। চলে গান, কথা ও নাচসহ নানামূখি প্রতিভার ঝলক। সবশেষে, সকলকে ধন্যবাদ জানিয়ে বিকাল ৫:০০ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ১২৫ জনের অংশগ্রহণে সম্পূর্ণ কর্মসূচী বাস্তবায়নের জন্য বনপাড়া ক্রেডিট, অংশগ্রহণকারীগণ ও ধর্মপল্লী আর্থিক অনুদান প্রদান করেন।

 

 

Please follow and like us: