“বৈচিত্রময় কিন্ত খ্রিস্টে আমরা এক” এই মূলভাবকে সামনে রেখে ৭ সেপ্টেম্বর ২০২১, আয়োজিত হলো বনপাড়া বিসিএসএম ইউনিটের বিশ্বাস, সহভাগিতা ও আনন্দ ভ্রমন। দুপুর ২ টায় লূর্দের রাণী মা মারীয়ার আশির্বাদ নিয়ে ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও সদস্যদের যাত্রা শুরু হয় নিকটবর্তী চিনিডাঙ্গার পদ্মবিলে। প্রথমে ইজিবাইক এবং পরে নৌকা ভ্রমনে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বাতাস ভিন্নমাত্রার এক আবহ এনে দেয়। সময়টুকু অতিদ্রুত কেটে যায় জীবন সহভাগিতায়, গল্পে ও গানে। সন্ধ্যে নামার আগে ফিরে আসি বনপাড়া। একসাথে সন্ধ্যার আহার সেড়ে ঈশ্বরকে ও একে অপরকে ধন্যবাদ দানের মধ্য দিয়ে আনন্দের স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করে সকলে যার যার বাড়ি ফিরে।
Please follow and like us: