গত ৮ সেপ্টেম্বর বনপাড়া ধর্মপল্লী ও মারীয়ার সংঘের মায়েদের উদ্যোগে, ধর্মপল্লীর জনগণের ব্যাপক অংশগ্রহণে ৯ দিনের নভেনা, রোজারিমালা প্রার্থনা, খ্রিস্টযাগ ও পাপস্বীকার এর মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করে  মা মারীয়ার জন্মোৎসব পর্ব পালন করা হয়। পর্বদিনে ৪ জন ফাদারের সহার্পণে খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার শঙ্কর ডমিনিক গমেজ। বাণী সহভাগিতায় তিনি সকলকে মা মারীয়ার জীবনের গুণাবলিগুলো অনুশীলনের মাধ্যমে নিজ নিজ পরিবারগুলোকে পবিত্র পরিবারের আর্দশে গড়ে তোলার আহ্বান জানান। খ্রিস্টযাগের পর আনন্দের চিহ্ন হিসেবে কেক কাটা হয়। এরপর সদ্য প্রয়াত পাল-পুরোহিত ফাদার বিকাশকে উপলক্ষ্য করে মারীয়া সংঘের সদস্যদের অংশগ্রহণে সীমিত পরিসরে স্মরণ সভা করা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপনের পর নিমন্ত্রিত অতিথি ও সবাই একত্রে দুপুরের ভোজে অংশগ্রহণ করেন। খাবারের পর অল্প সময়ের জন্য সাংঘঠনিক আলোচনা শেষে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।

 

Please follow and like us: