গত ১১ সেপ্টেম্বর ২০২১ ভূতাহারা ধর্মপল্লীর মা মারীয়া সংঘের মায়েদের উদ্যোগে “এসো মা মারীয়ার মতো কোমল-বিনম্র হই”-মূলসুরকে সামনে রেখে ৯ দিনের নভেনা প্রার্থনা, পাপ-স্বীকার সংস্কার, পবিত্র আরাধনা ও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে প্রার্থনাপূর্ণভাবে পর্ব উদযাপন করা হয়। এতে, ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ১৩৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার হারুণ হেম্ব্রম সঙ্গে উপস্থিত ছিলেন উক্ত ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা, ও সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন।

অনুষ্ঠানসূচীতে ছিলো রোজারিমালা প্রার্থনা, মা-মারীয়ার জীবনী সহভাগিতা, সংঘের নিয়ম-কানুন সহভাগিতা, দলীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

-বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: