গত ১৯ সেপ্টেম্বর, রাজশাহী ধর্মপ্রদেশীয় আন্তঃধর্মীয় সংলাপ ক‌মিশ‌ন ও রাজশাহী এ‌পি‌সি ওয়ার্ল্ড ভিশন বাংলা‌দেশ এর যৌথ আ‌য়োজনে দিবসব‌্যাপী আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ড‌লিক সে‌মিনার ব্রাক লা‌র্ণিং সেন্টার, পবা, রাজশাহীতে অনু‌ষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল “সৃ‌ষ্টি উদযাপন কাল ও শিশু সুরক্ষা” । এতে সভাপ‌তিত্ব ক‌রেন ওয়ার্ল্ড ভিশন রাজশাহী এ‌পি‌সি’ ও ক্লাস্টার ম‌্যা‌নেজার মি: সেবা‌স্টিয়ান পিউ‌রি‌ফি‌কেশন ; প্রধান অ‌তি‌থি পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজা‌রিও এবং সে‌মিনা‌রের আহ্বায়ক ছি‌লেন রেভা: ফাদার প‌্যা‌ট্রিক গ‌মেজ। আন্তঃধর্মীয় এই সে‌মিনারের মূলসুরের উপর ভিত্তি করে বিভিন্ন জন এতে সহভা‌গিতা ক‌রেন। যথাক্রমে:  ১। ‘সিজন অব ক্রিয়েশন ও শিশু সুরক্ষার গুরুত্ব’ বিষয়ে (viral) আলোচনা করেন মি: চন্দন জেড গ‌মেজ ; ২। ‘আন্তঃধর্মীয় সংলা‌পের উ‌দ্দেশ‌্য বর্ণনা’ করেন ফাদার প‌্যা‌ট্রিক গ‌মেজ ; ৩। ‘লাউদা‌তো সি’র আ‌লো‌কে জলবায়ু প‌রিবর্তন’ বিষয়ে আলোচনা করেন মি: সু‌ক্লেশ জর্জ কস্তা, আঞ্চ‌লিক প‌রিচালক, কা‌রিতাস রাজশাহী অঞ্চল; ৪। ‘ফ্রা‌তেল্লী তু‌ত্তি’ ‘আমরা সবাই ভাই বোন’ , বিশপ জের্ভাস রোজা‌রিও, রাজশাহী কাথ‌লিক ডা‌য়ো‌সি‌সের বিশপ ; ৫। মূল আ‌লোচনা: ‘সিজন অব ক্রিয়েশন এবং সৃষ্টি সুরক্ষায় আমা‌দের দা‌য়িত্ব ও কর্তব‌্য’ : ফাদার প‌্যা‌ট্রিক গ‌মেজ, আহ্বায়ক, খ্রী‌ষ্টিয় ঐক‌্য ও আন্তঃধর্মীয় সংলাপ ক‌মিশন, রাজশাহী ডা‌য়ো‌সিস; ৬। ইসলাম ধ‌র্মের আ‌লো‌কে সৃ‌ষ্টির প‌রিচর্যা ও সুরক্ষার গুরুত্ব’  বিষয়ে আলোচনা করেন, মো: মাকসুদুল্লাহ, পেশ ইমাম, রাজশাহী ক‌লেজ কে‌ন্দ্রিয় মস‌জিদ ; ৭। হিন্দু ধ‌র্মের আ‌লো‌কে সৃ‌ষ্টির প‌রিচর্যা ও সুরক্ষার গুরুত্ব’ বিষয়ে আলোচনা করেন ড. হরিপ্রসাদ সিংহ, ডেপু‌টি পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী বিশ্ব‌বিদ‌্যালয়।

‘শিশু সুরক্ষা ও বাল‌্য বিবাহ বন্ধ’এর প্রচারণা হিসা‌বে দেওয়া হয় token of love (লেখাসহ এক‌টি ক‌রে মগ) এবং এই ব‌্যপা‌রে বো‌র্ডে টাঙ্গা‌নো অঙ্গীকার ফেস্টুনের উপর সবার স্বাক্ষর। সবশেষে অংশগ্রহণকারী‌দের মধ‌্য থে‌কে বেশ ক‌য়েকজন আগামী ৬ মাস থে‌কে ১ বছ‌রের ম‌ধ্যে কি কি কর্মসূচী বাস্তবায়ন কর‌তে পা‌রি তা সহভা‌গিতা ক‌রেন এবং এই আন্তঃধর্মীয় সে‌মিনা‌রের উপর ই‌তিবাচক মূল‌্যায়ন~অনুভূ‌তি ব‌্যক্ত ক‌রেন। এই সেশন‌টি ফলপ্রসূভা‌বে প‌রিচালনা ক‌রেন ওয়ার্ল্ড ভিশন ঢাকা‌ কে‌ন্দ্রিয় অ‌ফিসের ন‌্যাশনাল ফেইথ এন্ড ডে‌ভেলপ‌মেন্ট কো-অ‌র্ডিনেটর মি: মৃদুল তজু।

পরিশেষে,  ওয়ার্ল্ড ভিশন রাজশাহী এ‌পি‌সি ম‌্যা‌নেজার মি: সেবা‌স্টিয়ান ও আন্তঃধর্মীয় সংলাপ ক‌মিশনের আহ্বায়ক ফাদার প‌্যা‌ট্রিক গমেজ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ জানিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা ক‌রেন।

-বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: