বিগত ২০ সেপ্টেম্বর ২০২১ খ্রি: সোমবার যিশুর পবিত্র হৃদয়ের গির্জা বেনীদুয়ার ধর্মপল্লীতে অর্ধদিনব্যাপী পালকীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১১৬ জন মাঞ্জি, র্গিজা মাষ্টার, মহিলা ও যুবক-যুবতী উপস্থিত ছিল। রাজশাহী ধর্মপ্রদেশের বার্ষিক পালকীয় কর্মশালার মূলসুরকে কেন্দ্র করে ধর্মপল্লীর পালকীয় মূলসুর দায়িত্বপ্রাপ্ত সেবকের আহ্বান “কৃতজ্ঞ হও” গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছোট প্রার্থনা ও বাইবেল পাঠ করা হয়। সেই সাথে ধর্মপল্লীর পাল-পুরোহিত, পুরুষ, মহিলা, যুবক ও যুবতীদের পক্ষ থেকে একজন করে প্রদ্বীপ প্রজ্জলন করে। এরপর পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে কৃতজ্ঞতা: ঐশতাত্ত্বিক অনুধ্যান ও মান্ডলিক শিক্ষা বিষয়ে উপস্থাপনা করেন ফাদার বাপ্পী এন. ক্রুশ। তিনি তার উপস্থাপনায় বাইবেল ও মান্ডলিক দিক থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার উপর আলোকপাত করেন। দ্বিতীয় অধিবেশনে পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে কৃতজ্ঞ হওয়ার গঠন ও অনুশীলন-এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যেখানে তিনি সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেবার প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। এরপর একটি প্রশ্নের আলোকে দলীয় আলোচনা করা হয় ও প্রতিবেদন পেশ করার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও মণ্ডলির জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। অত:পর পাল-পুরোহিত সবকিছুর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে, ফটোসেশন ও দুপুরের আহারের মধ্য দিয়ে পালকীয় কর্মশালার পরিসমাপ্তি ঘঠে।
বেনীদুয়ার ধর্মপল্লীতে পালকীয় কর্মশালা-২০২১ উদযাপন
বরেন্দ্রদূত অনলাইনের নিজস্ব সংবাদ দাতা
Please follow and like us: