ফাদার স্বপন পিউরীফিকেশন
ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল
এরই মাঝে গড়ে উঠে সাগর অতল।
এই বাক্যটি যেন সাধ্বী তেরেজার জন্যই রচিত। তিনি ফ্রান্সের আলাঁসোঁ শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেও যেন স্বর্গীয় উদ্যানে এক সুরোভিত গোলাপ হয়ে ফুটে আছেন। ছোট্ট তেরেজা, বয়েসের বাঁধা থাকা সত্যেও মাত্র বার বছর বয়সে কার্মেল সংঘের কনভেন্টে প্রবেশ করেন। তাঁর প্রতিদিনের ছোট ছোট কাজ ও প্রার্থনা ছিল, যীশুর চরণে নিবেদিত এক একটি ফুল। প্রতিদিন নতুন নতুন ফুল বেদিতে দেওয়ার সাথে সাথে তিনি নিজেকেও যীশুর বেদীমূলে উপহার হিসেবে উৎসর্গ করতেন। কোন কাজকেই তুচ্ছ বলে অবহেলা করেন নি। কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, ঘর পরিষ্কার করা, রান্নার কাজ তিনি অতিযতনে ভালবাসার অন্তরে নিয়ে করতেন। এমন কি দারোয়ানের কাজ করতেও দ্বিধাবোধ করেন নি। তিনি নিজেই বলতেন, যেটুকু আমার শক্তিতে কুলতো, সে অনুসারে আমি আমার ভগিনীদের জন্য সবরকম ছোট ছোট সেবা কাজ সম্পন্ন করতাম”। তেরেজা চেয়েছিলেন একজন মিশনারী হতে। তাইতো তিনি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকেও ভালবাসা ও প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ব প্রেরণ ক্ষেত্রে কাজ করে হয়ে উঠেছেন মিশনারীদের প্রতিপালিকা। ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার মূল ও বিশেষ আধ্যত্মিকতা হলো তাঁর ক্ষুদ্র পথ। তিনি এই শিক্ষা দেখিয়েছেন যে, ঈশ্বর-সান্নিধ্য লাভ করতে হলে কোন অলৌকিক ক্ষমতার দরকার নেই। শুধু চাই দৈনন্দিন কাজে যীশুর কাছে শিশুসুলভ সরল আত্মসমর্পণ। তিনি জোর দিয়ে বলতেন, আধ্যত্মিক পথে চলতে হলে আমাদেরকে হতে হবে ‘নম্র, অন্তরে দীন, এবং সরল’। তিনি এমন আহামরি কিছু করেননি যা বর্ণনা করার মতো। তার জীবনের ছোট ছোট পুণ্যগুণগুলোই তাকে বড় করে তুলেছে।
তাঁর জীবন এমনই সহজ-সাধারণ ছিল যে, তিনি যা কিছু করে সাধ্বী হয়ে উঠেছেন তা করার সুযোগ আমাদের জীবনে প্রত্যেক দিনই আসে। আমরা প্রত্যেকে যত সাধারণ কাজই করি না কেন, যদি বিশ্বস্ততা ও যীশুর ভালবাসার জন্যই করি তবে আমাদের সেই সাধারণ কাজও অসাধারণ হয়ে উঠবে।
ভূতাহারা ধর্মপল্লীতে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন
গত ১ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা সংঘের সহায়তায় সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন করা হয়। মূলসুর ছিলো “এসো করি ছোট কাজ, অন্তরে পরি স্বর্গের সাঁজ”। আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ ছিলো নয়দিনের নভেনা, পাপস্বীকার ও সাধ্বীর জীবনী সহভাগিতা । পর্বীয় খ্রিসযাগ উৎসর্গ করেন ফাদার সুজন কর্ণেলিউস গমেজ সঙ্গে ছিলেন ফাদার লুইস সুশীল পেরেরা ও ফাদার স্বপন পিউরীফিকেশন। পর্বদিনের অনুষ্ঠানসূচীতে পবিত্র খ্রিস্টযাগ, ফাদার লুইসের উপস্থাপনা, মুক্তালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে অংশগ্রহণ করেন ফাদার-সিস্টার- উক্ত সংঘের সদস্যগণ সহ ১৭৯ জন।