গত ২৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, রহনপুর ধর্মপল্লীতে সেন্ট ভিনসেন্ট ডি পল এর সদস্য-সদস্যাদের উদ্যোগে সেন্ট ভিনসেন্ট ডি পল এর পর্ব পালন করা হয়। আধ্যাত্মিক প্রস্তুতি স্বরূপ পর্বের আগের দিন সদস্যগণ পাপ-স্বীকার সংস্কার গ্রহণ করেন । পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বার্নার্ড রোজারিও। অত:পর সদস্যদের সাথে মিটিং, পরিকল্পনা, নতুন সদস্যদের স্বাগতম, খেলা-ধূলা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। শেষে গরীব, বৃদ্ধ, প্রতিবন্ধি খ্রিষ্টভক্তদের সাথে দুপুরের ভোজের মধ্যদিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, রহনপুর ধর্মপল্লীতে প্রাক্-বিবাহ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রার্থীদের সাক্রামেন্ত ও সৃষ্টির ইতিহাস, সামাজিক বিবাহের রীতি-নীতি, সংস্কারীয় ভাবধারায় বিবাহ, বিবাহ সংক্রান্ত মাণ্ডলিক আইন, পরিবার পরিকল্পনা, দম্পত্তিদের সহভাগিতা, ধর্ম ও গান ক্লাশসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া হয়। এতে রহনপুর ধর্মপল্লীসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে ২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন।