বিগত ৯-১০ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, রোজ শনিবার-রবিবার শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লীর জন্য ছিল বিশেষ ঐশ আশীর্বাদ ও আনন্দের দিন। “এসো জপমালা করি, মা মারীয়ার আর্দশে জীবন গড়ি” এই মূলসুরকে কেন্দ্র করে দুইদিন ব্যাপী বিভিন্ন গ্রামের খ্রিস্টভক্তদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ রোজারিমালা বিষয়ক সেমিনার। ৯ অক্টোবর, রোজ শনিবার, কুমরইল গ্রামের জপমালা রাণীর গির্জায় আশে-পাশের গ্রামের খ্রিস্টভক্তদের নিয়ে প্রথম রোজারিমালা সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে ১৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত হয়। সেমিনার পরিচালনা করেন রাজশাহী রোজারিমালা মিনিস্ট্রির সদস্য ফাদার সুজন কর্ণেলিউস গমেজ এবং চাঁদপুকুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ। উক্ত দিনে বিকালে চাঁদপুকুর ধর্মপল্লীতে আগমন করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও পবিত্র রোজারি মিনিস্ট্রির জাতীয় পরিচালক ফাদার রুবেন মানুয়েল গমেজ এবং ফাদার সুরেশ পিউরীফিকেশন, আহ্বায়ক রাজশাহী রোজারি মিনিস্ট্রি। উল্লেখ্য যে, ঐ রাতে চাঁদপুকুর ধর্মপল্লীর বোর্ডিং এ অবস্থানরত ২৫৪ জন ছেলে-মেয়েদের সাথে মহামান্য বিশপ জের্ভাস রোজারিও ‘ঈশ্বরের আহ্বান – ‘কৃতজ্ঞ হও’ এর উপর সহভাগিতা রাখেন। এরপর মা মারীয়া ও রোজারিমালা বিষয়ে সহভাগিতা করেন ফাদার রূবেন মানুয়েল গমেজ। পরের দিন রবিবার সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে চাঁদপুকুর মিশনে রোজারিমালা বিষয়ক সেমিনার শুরু করে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। অতঃপর ‘এসো জপমালা প্রার্থনা করি, মা মারীয়ার আদর্শে জীবন গড়ি’ – এই মূলসরের আলোকে সারাদিন ব্যাপী বিশেষ সেমিনার, সহভাগিতা, মা মারীয়ার ভিডিও প্রদর্শনসহ উন্মুক্ত আলোচনা করা হয়। সেমিনার পরিচালনা ও সহভাগিতা করেন ফাদার রুবেন মানুয়েল গমেজ, ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টার রুমা, সিআইসি। উক্ত সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের মা মারীয়ার ছবি ও রোজারিমালা প্রদান করা হয়। সেমিনারে উপস্থিত ছিল ২৮০ জন খ্রিস্টভক্ত।

– ফাদার শ্যামল জেমস গমেজ

Please follow and like us: