গত ১৩ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর দীর্ঘদিন প্রস্তুতির পর করবালার গ্রামে ৪৭ জনকে বাপ্তিস্ম সংস্কার প্রদান করা হয়। বাপ্তিস্ম সংস্কার প্রদানের মূলসুর ছিল- “যিশু আমায় ডেকেছো, এই যে আমি।” দীর্ঘ ৪২ বছরে বিভিন্ন ফাদার-সিস্টার ও কাটেখিস্টদের অবিরাম পরিশ্রম খ্রিস্টীয় শিক্ষাদান ও নৈতিক শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের প্রস্তুত করা হয়। চূড়ান্ত প্রস্তুতিতে সহায়তা করেন ধর্মপল্লীতে সেবারত ফাদার-সিস্টার ও কাটেখিস্টগণ। বাপ্তিস্ম সংস্কার প্রদান খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ভূতাহারা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা এবং সহায়তায় ছিলেন ফাদার স্বপন পিউরীফিকেশন। অনুষ্ঠানসূচিতে ছিল- বরণ অনুষ্ঠান, খ্রিস্টযাগ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান পৌরহিত্যকারী ফাদার লুইস সুশীল পেরেরা তাঁর খ্রিস্টযাগের উপদেশে বলেন, আমাদের দেহ-মন-আত্মায় সম্পূর্ণভাবে যিশুর সন্তান হয়ে উঠতে হবে। কোনো কিছু পাবার আশায় নয়, নিঃস্বার্থপর মনোভাব নিয়ে যিশুর পথে হাঁঠতে হবে। তবেই, আমরা প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে পারব। আর তখনই বাপ্তিস্ম গ্রহণ আমাদের জন্য স্বার্থক হবে।

– বরেন্দ্রদূত রিপোর্টার ফা: স্বপন পিউরীফিকেশন

Please follow and like us: