গত ১৫ অক্টোবর ২০২১ খ্রি: শুক্রবার যিশুর পবিত্র হৃদয়ের গির্জা বেনীদুয়ার ধর্মপল্লীতে অর্ধদিনব্যাপী দম্পত্তি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ৬৮ জোড়া দম্পত্তি উপস্থিত ছিল। এই সেমিনার পরিচালনার জন্য রাজশাহী ধর্মপ্রদেশের পরিবার জীবন কমিশন থেকে উপস্থিত ছিলেন ২জন ফাদার, একজন সিস্টার ও তিনজোড়া দম্পত্তি। সেমিনারের শুরুতে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানান এবং সেমিনারকে সুন্দর ও সার্থক করার জন্য সকলের সহযোগিত কামনা করেন। এরপর সেমিনারে দায়িত্বপ্রাপ্ত সেবকের আহ্বান “কৃতজ্ঞ হও” এ বিষয়ের উপর সহভাগিতা করা হয়। সেমিনারের প্রথম উপস্থাপনা করেন ফাদার পল পিটার কস্তা, তিনি তার সহভাগিতায় পবিত্র বাইবেলের আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের কথা তুলে ধরেন। অত:পর মি: ও মিসেস বৈদ্যনাথ হাঁসদা পারিবারিক জীবনে কিভাবে একে অপরকে ধন্যবাদ দিতে বা প্রকাশ করতে পারেন তা নিজেদের জীবন আলোকে সহভাগিতা করেন। এরপর মি: বেনেডিক্ট মূর্মূ ব্যক্তি জীবনে সকলকে যেকোন দয়া লাভের জন্য ঈশ্বর ও মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের কথা সহভাগিতা করেন। উপস্থিত দম্পত্তিদের মধ্যেও কয়েকজন তাদের জীবনের কিছু কিছু বিষয় সহভাগিতা করেন। সেমিনারের শেষে পরিবার জীবন কমিশনের আহবায়ক ফাদার প্রদীপ কস্তা সকল দম্পত্তিদের জীবন যেন হয় ভালবাসাময় ও আনন্দপূর্ণ এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানান এবং পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী কমিশনের এই সাহায্য-সহযোগিতার জন্য কৃতজ্ঞা ও ধন্যবাদ প্রকাশ করেন। সেই সাথে সকল দম্পত্তিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান ও তাদের সুখময় দাম্পত্য জীবন কামনা করেন। পরিশেষে, ফটোসেশন ও দুপুরের আহারের মধ্য দিয়ে দম্পত্তি সেমিনারের পরিসমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার বাপ্পী এন. ক্রুশ