গত ১২ -১৭ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, প্রভু নিবেদন সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক-বিবাহ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অভিজ্ঞ ব্যক্তিগণ ক্লাস প্রদান করেন। বিষয়গুলো হলো সাক্রামেন্ত, মাণ্ডলিক আইন ও মিশ্রবিবাহ, পরিবার ও সমাজকাঠামো ও নৈতিক মূল্যবোধ অনুশীলন, পারিবারিক আয়-ব্যয় ও উন্নয়নে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা, সুষ্ঠু মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণ।

সেই সাথে প্রতিদিন সন্ধ্যায় গান শেখানো ও বাপ্তিস্ম সংস্কার প্রদানের জন্য যুবক-যুবতীদের প্রস্তুতিস্বরূপ প্রার্থনা শেখানো হয়েছে। প্রার্থনা শেখানোর পর ৮ জন যুবক-যুবতীকে তাদের বাবা-মা ও ধর্ম মা-বাবাদের সাথে নিয়ে দীক্ষাস্নান সাক্রামেন্ত প্রদান করা হয়। তার আগে সবাইকে পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণের মধ্যদিয়ে নিজেদেরকে যোগ্য রূপে প্রস্তুতির গ্রহণ করার সুযোগ দেয়া হয়। শেষের দিন অর্থাৎ ১৬ অক্টোবর সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিবাহ প্রশিক্ষণের মূল্যায়ন করা হয়। পরের দিন পাল-পুরোহিত ফা: প্রদীপ কস্তা রবিবাসরীয় খ্রিস্টযাগ ও প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী প্রাক-বিবাহ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে মোট ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: