গত ১১ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো কারিতাস রাজশাহী অঞ্চলের পঞ্চম আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার অধিষ্ঠান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং বিশপ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. ফ্রান্সিস অতুল সরকার নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সেবাষ্টিয়ান রোজারিও, সহকারি নির্বাহী পরিচালক, অর্থ ও প্রশাসন, কারিতাস বাংলাদেশ; ফাদার পল গমেজ, সম্মানিত সদস্য, জিবি/ইবি বোর্ড, কারিতাস বাংলাদেশ; রেভা. ফাদার উইলিয়াম মুরমু, চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চলসহ বিভিন্ন স্তরের কর্মী/কর্মকর্তা, কারিতাস রাজশাহী অঞ্চলের সম্মানিত আরপিইসি সদস্য ও জিবি/ইবি বোর্ডের সম্মানিত সদস্যা প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন মি. শিশির কস্তা, মাঠ কর্মকর্তা (সিএমএফপি), মিসেস হোসান্না হাঁসদা, মাঠ কর্মকর্তা (আইসিডিপি), মিস্ লুচিয়া মার্ডী, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া অতিথিদের পক্ষ হতে বক্তব্য রাখেন জনাব আব্দুস সামাদ মন্ডল, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য, কারিতাস রাজশাহী অঞ্চল; ফাদার মাইকেল কোড়াইয়া, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার পল গমেজ, মি. সেবাষ্টিয়ান রোজারিও, সহকারি নির্বাহী পরিচালক, অর্থ ও প্রশাসন, কারিতাস বাংলাদেশ; মি. ফ্রান্সিস অতুল সরকার, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে মি. সুক্লেশ জর্জ কস্তার অভিষেকে অত্র এলাকার কারিতাস কার্যক্রম আরও সুন্দর ও সাবলীলভাবে এগিয়ে যাবে বলে মতামত ব্যক্ত করেন। তাঁর এমন দায়িত্ব পাওয়ায় কারিতাস সুইজারল্যান্ডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সে দেশের পক্ষে তাঁকে লিখিত শুভেচ্ছা পত্র তুলে দেন এবং দাতাদের সাথে তাঁর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেনিস সি. বাস্কে গত ১৯/৮/২০১৮ খ্রিস্টাব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেন।
সংবাদদাতা: মি. অসীম ক্রুশ
পঞ্চম আঞ্চলিক পরিচালকের অধিষ্ঠান হলো কারিতাস রাজশাহী অঞ্চলের
Please follow and like us: