বিগত ৬ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ রাজহাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত মুক্তিদাতা হাই স্কুলে গত বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্য্যতায় শিক্ষকদের সম্মানার্থে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এই বছর বিশ্ব শিক্ষক দিবস-এর পতিপাদ্য বিষয় ছিল “শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষকগণ”। পতিপাদ্য বিষয়ের উপর জ্ঞানগর্ব উপস্থাপনা প্রদান করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা এবং আমি মনে করি, পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ পেশা। কারণ একজন সত্যিকারের আদর্শবান ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়ার পেছনে শিক্ষকের ভুমিকা অতুলনীয়। তিনিই জানেন একজন শিক্ষার্থীকে কিভাবে গঠণ দিতে হবে কারণ একজন শিক্ষকই মাত্র মানুষ গড়ার কারিগর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্লাসিড রিবেরু, সিএসসি। তিনি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও মজমুদ করার জন্য শিক্ষকদের ভূমিকা অনেক। এই মহান কাজের জন্য শিক্ষার্থী তথা জাতি শিক্ষকদের কাছে চিরদিন চির ঋণী হয়ে থাকব। এ ছাড়াও দিবসকে কেন্দ্র করে নানা ধরনের কার্যক্রমের মধ্যে ছিল শিক্ষার্থীসহ শিক্ষকগণ র‌্যালীতে অংশ গ্রহণ, প্রধান অতিথি ও বিষেশ অতিথিসহ শিক্ষকদের ব্যাচ ও পুষ্পস্তবক জ্ঞাপনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, উপহার প্রদান, মানপত্র পাঠ, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার লূক রঞ্জন পিউরিফিকেশন সিএসসি। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় শিক্ষক মি. বিনয় দাস মহোদয় সকলকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবসের তাৎপর্য ও উৎপত্তি বিষয়ক বিষয়ে বক্তব্য প্রদান করেন। পরিশেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: