গত ২২ অক্টোবর, “এসো সঞ্চয় করি, সুখী জীবন গড়ি,” মূলসুরকে ঘিরে ভূতাহারা ধর্মপল্লীতে ভূতাহারা বরেন্দ্র আদিবাসী খ্রিস্টান ক্রেডিট উনিয়ন লিমিটের ১৪তম বার্ষিক সাধারণ সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সূচীতে ছিলো প্রদীপ প্রজ্জ্বলন, পবিত্র আত্মার গান, বাণী পাঠ, সর্বজনীন প্রার্থনা, বৃক্ষারোপন, গত সভার প্রতিবেদন পাঠ, চলমান অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন, লোন মন্জুর কমিটির প্রতিবেদন পাঠ। পর্যবেক্ষণপ্রতিবেদন, উপদেষ্ঠা কমিটির প্রতিবেদন ও আর্থিক জন্য প্রস্তাবিত বাজেট পেশ। প্রস্তাব উপস্থাপন, মুক্তালোচনাও সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
অতিথি হিসেবে ছিলেন বূতাহারা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লুইস পেরেরা,ফাদার স্বপন পিউরীফিকেশন, উক্ত ক্রেডিট ইউনিয়নের সভাপতি। ফাদার মাইকেল কোড়াইয়া , পাল-পুরোহিত, নবাই বটতলা ধর্মপল্লী। প্রফেসর রাজেন হেম্ব্রম, সভাপতি সুরশুনিপাড়া ক্রেডিট ইউনিয়ন, মি রুমনি বেসরা, ক্যাশিয়ার সুরশুনিপাড়া ক্রেডিট ইউনিয়ন ও মি: মাইকেল সরেন, স?ভাপতি মহিমার ক্রেডিট উউনিয়ন।

-বরেন্দ্রদূত রিটপার্টার

Please follow and like us: