গত ২৩ অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশের মধ্যভিকারিয়ার যুবক-যুবতীদের নিয়ে নতুন ধর্মপ্রদেশের সম্ভবতা যাচাইয়ের তথ্য সংগ্রহকারী সেচ্ছাসেবকদের অরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয় রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে।সেমিনারটি শুরু হয় ছোট প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা পরিচালনা করেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক শ্রদ্ধেয় ফা: বাবলু কোড়াইয়া এবং সভায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

এরপর রাজশাহী কারিতাস অঞ্চলের পরিচালক মি: সুক্লেশ জর্জ কস্তা এই জরিপের লক্ষ্য উদ্দেশ্য ৪টি মুখ্য বিষয় সম্বন্ধে তার আলোচনার মধ্যে তুলে ধরেন। বিষয়গুলি হলো:
১। ধর্মপ্রদেশের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা
২। কোথায় আমাদের সেবার প্রয়োজন তা জানা
৩। ভৌগোলিক অবস্থার ভিত্তিতে আমাদের ধর্মপ্রদেশের অবস্থা কীরূপ সে সম্বন্ধে জানা
৪। নতুন ধর্মপ্রদেশের প্রয়োজন আছে কিনা তা জানা।

এই জরিপ কার্যটি পরিচালনা করার জন্য একটি নতুন এ্যাপ চালু করা হয়। এর মাধ্যমে যে ডকুমেন্ট তৈরী হবে তা সঠিক ও নির্ভুল করার জন্য সকল ভলেন্টিয়ারদেরকে আহ্বান জানান।

নতুন ধর্মপ্রদেশের সম্ভবতা যাচাই কমিটির আহ্বায়ক শ্রদ্ধেয় ফা: উইলিয়াম মূর্মূ বলেন, “বর্তমান প্রজন্ম হলো একটি সম্ভাবনাময় প্রজন্ম। এই জরিপ কার্যক্রমকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলেন, সকল ভলেন্টিয়ারগণ যেন তাদের যথাসাধ্য শ্রম দান করে জরিপ কার্য ক্রমটিকে সঠিক ভাবে পরিচালনা করতে পারেন। এই আহ্বান জানিয়ে তিনি এই প্রোগ্রামের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।

যে এ্যাপটি ব্যবহার করে জরিপ কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে; সে এ্যাপটি নিয়ে আলোচনা করেন হিলারুস মূর্মূ। তিনি এই এ্যাপের সুবিধা-অসুবিধা, এর ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। এরপর ছিল এ্যাপ সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের পর হাতে কলমে এই এ্যাপ-এর ব্যবহার বিধি অনুশীলন করা হয়।

দুপুরের আহারের পর জরিপ কাজের সুবিধার্থে  “Survey Volunteer 2021 RCD”  নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়। কমিটির সেক্রেটারি দীপক এক্কা জরিপের বিষয়ে তার কিছু মতবাদ ব্যক্ত করেন এবং ভলেন্টিয়ারদের মধ্যে থেকে ২-১ জন তাদের সারাদিনের অনুভূতি ব্যক্ত করেন।

সমাপন লগ্নে ফা: উইলিয়াম মূর্মূ কিছু মূল্যবান দিক নির্দেশনা এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে দিনব্যাপী অরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: