বনপাড়ায় রাজশাহী ধর্মপ্রদেশের প্রথম পালকীয় কর্মশালা (১৮-২৩ নভেম্বর ১৯৯১)

ফাদার লুইস সুশীল পেরেরা

“মঙ্গলবাণীর পথযাত্রা” শিরোনামে- বনপাড়ায়
ধর্মপ্রদেশের প্রথম পালকীয় কর্মশালা ১৯৯১-স্বাগতম!
ধর্মপ্রদেশের নমস্য পালক ও যাজকগণ খ্রিস্টেতে প্রণাম!
ছয়টি জিলা হতে আগত ১০৩ জন ভাই বন্ধুগণ আত্মাতে নমস্কার!
আজ পরস্পরে এ মিলন সভায় জানাই স্বাগত সম্ভাষণ!
বঙ্গ মণ্ডলির বুকে কনিষ্ঠ সন্তান ষষ্ঠ ধর্মপ্রদেশ রাজশাহী
বয়স তার ৪৩২ দিনের, পা পা হাঁটি হাঁটি ভাব।
আজ পূর্ণ বাসনা তার স্বাবলম্বনের, দাঁড়াবার, হাঁটবার
পালকসনে ভক্তসমাজ আজ তাই একাগ্র, সচেতন, কর্মঠ
তার তরে ৫ দিনে এ সমাবেশ বলিষ্ঠ এক পদক্ষেপ।
ঐতিহাসিক এ কর্মশালা হতে মোদের প্রত্যাশা:
নতুন ধর্মপ্রদেশের “ভক্তদের অংশগ্রহণ বৃদ্ধি”;
কে, কোথায়, কীভাবে আছে জানব পরস্পরে
কার কী ভালমন্দ, গুণাগুণ, মর্যাদা, দায়িত্ব খুঁজব এ আসরে
অতঃপর সবল-দুর্বল, ছোট-বড়, ধনী-গরীব, হাত ধরে একঠাঁই,
খুঁজব একতা, সহভাগিতা ও অংশগ্রহণের পথ ভাই
ফিরে গিয়ে ঘরে ঘরে শুধরিয়ে ভুল অবহেলা,
সবে মিলে মণ্ডলি-জীবনকে গড়বো খ্রিস্টবাণী ঘিরে
খ্রিস্টবাণী প্রচারিব আশে পাশে সবাকার ভিড়ে।

 

Please follow and like us: