বিগত ১৭-১৮ নভেম্বর ২০২১ তারিখে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল রাজশাহী ধর্মপ্রদেশীয় কাটেখিস্টগণের আগমনকালীন বিশেষ নির্জন ধ্যান। শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও-এর পরিচালনায় এ নির্জন ধ্যানের মূলসুর ছিল: “তোমরা প্রভুর আগমনের পথ প্রস্তুত কর” (লুক ৩:৩)। বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সর্বমোট ২০ জন কাটেখিস্ট সিস্টার ও কাটেখিস্ট মাস্টার এতে অংশগ্রহণ করেন এবং নির্জন ধ্যান-সাধনার মধ্য দিয়ে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ লাভ করেন।
১৭ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দে সন্ধ্যা ৬:৩০ মিনিটে সন্ধ্যারতি প্রার্থনার মাধ্যমে নির্জন ধ্যান শুরু হয়; রাতের আহার এবং রাত্রি বন্দনা প্রার্থনার পর ফাদার উত্তম সকলকে শুভেচ্ছা জানিয়ে নির্জন ধ্যানের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেন এবং অত্র নির্জন ধ্যানের মূলসুর ঘোষণা করে সকলকে এতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
১৮ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দে সকালের প্রার্থনা ও নাস্তার পর সকাল ৮:৩০ হতে সকাল ১০:৩০ মিনিট পর্যন্ত ফাদার উত্তম মূলসুরের উপর তার উপদেশবাণী রাখেন। তিনি তার উপদেশবাণীতে দীক্ষাগুরু যোহনের জীবনাদর্শ উপস্থাপন করে সকলকে দীক্ষাগুরু যোহনের মতো সহজ, সরল, নম্র, ধার্মিক, ন্যায়পরায়ন ও সত্যবাদী হয়ে সকল মানুষের কাছে খিস্টবাণী ঘোষণা করার আহ্বান জানান। তিনি বলেন যে, দীক্ষাগুরু যোহন হলেন কাটেখিস্টদের আদর্শ। তিনি যেভাবে মানুষকে যিশুর আগমনের জন্য প্রস্তুত করেছিলেন তেমনি কাটেখিস্টগণও যেন মানুষকে যিশুর কাছে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। সকাল ১১:৩০-দুপুর ১২:৩০ পর্যন্ত আরাধ্য সাক্রামেন্তের আরাধনা এবং এরপর দুপুরের আহার ও বিশ্রামের পর বিকাল ৩:৩০ মিনিটে ফাদার উত্তম তার উপদেশবাণীতে পাপস্বীকার সাক্রামেন্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সকলকে পাপের ক্ষমা লাভের জন্য ঘনঘন পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণের জন্য উৎসাহিত করেন।
বিকাল ৫:৩০ মিনিটে কাটেখিস্টগণ পবিত্র পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণ করেন। এতে সহায়তা করেন ফাদার সুরেশ পিউরিফিকেশন। সন্ধ্যা ৬:৩০ মিনিটে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় সকলের উদ্দেশ্যে খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগের উপদেশবাণীতে বিশপ মহোদয় সাধু পিতর ও পলের জীবনাদর্শ ও রোমে তাদের নামে উৎসর্গকৃত মহামন্দিরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে বলেন যে, কাটেখিস্টগণ যেন এ দু’জন সাধুর জীবনাদর্শ ও বাণীপ্রচারের কৌশল অনুসরণ করে মানুষের মাঝে মঙ্গলসমাচার প্রচার করেন। খ্রিস্টযাগের পর কাটেখিস্ট ধীরেন কেরকেটা ফুলের তোড়া প্রদানের মাধ্যমে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, ফাদার উত্তম ও ফাদার সুরেশ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে ফাদার উত্তম রোজারিও নির্জন ধ্যানে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং সকলের মঙ্গল কামনা করেন। রাতের আহার ও রাত্রি বন্দনা প্রার্থনার মাধ্যমে নির্জন ধ্যান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার