ডেভিড সরেন। অনার্স ১ম বর্ষ। সাধু পিতর সেমিনারি, রাজশাহী সিটি।
হ্যাঁ‘ ভাই আপনি ঠিকই শুনেছেন, ঈশ্বরের মোবাইল নম্বর কী। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্য। আপনি কি জানেন ঈশ্বরের মোবাইল নম্বর কী? না জেনে থাকলে শুনুন। এই মোবাইল নম্বর হলো ঐশ্বরাজ্যের ঠিকানা। আর মোবাইল ফোন হলো পবিত্র বাইবেল, যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে কল করতে পারি- আমাদের ইচ্ছা, আবেগ, অনুভূতি, প্রয়োজন ও প্রার্থনা জানাতে পারি।
পবিত্র বাইবেল আমাদের জীবন-মরণ, পরকাল লাভের বাণী। কেননা এই পবিত্র বাইবেলেই আমরা খুঁজে পাই আমাদের ত্রানেশ্বর যিশুর অমৃত বাণী এবং খুঁজে পাই যিশুকে, তাঁর কন্ঠস্বর। পবিত্র বাইবেলে প্রভু যিশুকে দেখতে ও শুনতে পাই এবং দেখতে পাই খ্রিস্ট যিশুর কাজ, আদর্শ ও ভালোবাসা। পবিত্র বাইবেলই আমাদের পথ প্রদর্শক। কেননা শাস্ত্রই আমাদেরকে যিশুকে চিনতে সাহায্য করছে। এই পবিত্র বাইবেলেই আমরা খুঁজে পাই পথ, সত্য ও জীবন। যিশু নিজেই বলেছেন, “ আমিই পথ, সত্য ও জীবন, আমার মধ্যদিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না” ( যোহন ১৪:০৬)। খ্রিস্টেতে প্রিয়জনেরা, উপরের লেখাগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবো যে, পবিত্র বাইবেল আমাদের কি বলতে চায়? প্রকৃতপক্ষে যিশুই হলেন সেই ফোন নম্বর আর বাইবেল হলো ফোন।
আমরা নিজেদের প্রয়োজনে ফোন নম্বরে ফোন দিয়ে আলাপন করে থাকি। আবার কেনো অভিযোগ, দূর্ঘটনা বা জরুরি কোনো সেবার জন্য বিভিন্ন হেল্প সেন্টারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে থাকি। অথচ যেখানে আমরা সমস্ত সমস্যার সমাধান পেতে পারি সেই ফোন নম্বর অর্থাৎ পবিত্র বাইবেলকে নজরের বাইরে রাখি সেটাকে গুরুত্ব দেই না। এই নম্বরে কল করলে আপনি নিশ্চিত উত্তর পাবেন। আমরা কি সেই নম্বর মনে রাখি? আমরা প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি কিন্তু ঈশ্বরের সাথে কথা বলার জন্য আমাদের এক মিনিটও সময় হয় না। অথচ ঈশ্বর আমাদের ফোনের অপেক্ষায় থাকেন।
বর্তমান বাস্তবতায় লক্ষ্য করলে দেখা যায়, পরিবার, সমাজ ও দেশের নৈতিকতার শিকড়ে ক্ষয় ধরেছে। এর ব্যাপক প্রভাব পড়ছে আমাদের মণ্ডলির যুব সমাজের উপর। এই ক্ষয়শীল পরিবেশ দিন দিন বাড়তে থাকলে একসময় ধ্বংস হয়ে যাবে মূল্যবোধ, জীবন মানবিক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যুব সমাজ যেন দু’নৌকাতে পা দেওয়া এক প্রতিচ্ছবি উঠছে। এখন যুব সমাজে দেখা যায়- মাদকাসক্ত, ইভ-টিজিং, সোশ্যাল মিডিয়া অর্থ্যাৎ ফেইসবুক, ইউটিউব প্রভৃতির মাধ্যমে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা নিজেরাই জানে না বা বুঝে না আসলে তারা সময় ও প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরই ক্ষতি করছে। এসবের পিছনে মূল রহস্য হলো এই যে, বর্তমান সমাজ সত্যকে খোঁজে না বা খোঁজার চেষ্টা করে না। তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে যা ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আপনি কি এই সকল সমস্যায় ভুগছেন বা মুক্তি পেতে চান? তাহলে এখনই ঈশ্বরের ফোন নম্বরে কল করুন, তিনি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবেন। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ পেয়ে যাবেন- যা আপনার জীবনকে সমস্যা থেকে মুক্ত করে আনন্দময় করে তুলবে ।
ঐশ্বরাজ্যের গুপ্তধন লাভ করার জন্য শুধুমাত্র বাণী প্রচারকদের উপদেশই যথেষ্ট নয়, নিজে থেকেও ঈশ্বরের রাজ্য সর্ম্পকে জানার চেষ্টা করতে হবে, গুপ্তধন কোথায় আছে তা খুঁজতে হবে। আর তা হলো পবিত্র বাইবেল। অর্থাৎ পবিত্র বাইবেল অধ্যায়ন করা উচিৎ যা ঈশ্বরের রাজ্য সম্পর্কে জ্ঞান লাভে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। আমাদের মনে রাখা উচিৎ, বাণী প্রচারকেরা হলেন বীজ বপনকারী কিন্তু সে বীজের চারা পরিচর্যা করার দায়িত্ব আমাদের। যেমন ধরা যায়, একজন শিক্ষক আপনাকে সারা বছর পড়ানোর পর বছর শেষে যখন আপনার পরীক্ষা নিবে তখন ফলাফল কিন্ত শিক্ষকের উপর নয় আপনার উপরই নির্ভর করবে। একইভাবে প্রচারকগণ আমাদের পথ দেখিয়েছেন কিন্তু আমাদেরকেই সে পথে হাঁটতে হবে। তাই বাণী প্রচারকদেরকে আমাদের শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত। তাঁদের দেখানো পথে হাঁটা মানে যিশুর পথেই হাঁটা। কেননা যিশুই হলেন সেই সত্য-পথ এবং তাঁর বাণীই হলো সেই ফোন নম্বর। আমরা যেমন আমাদের প্রিয় মানুষটির সঙ্গে কথা বলে মানসিক আনন্দে আনন্দিত হই ঠিক তেমনি আধ্যাক্তিক আনন্দের জন্য আমাদের ঈশ্বরের ফোন নম্বরে কল দিয়ে কথা বলা উচিৎ, তাহলে দেখা যাবে আনন্দ যেন বহুগুণ হয়ে গেছে। ঈশ্বরের ফোন নম্বর অর্থাৎ পবিত্র বাইবেল হলো আমাদের জন্য ঈশ্বরের দেওয়া অমূল্য উপহার। আপনি কি ক্ষুধার্ত, পিপাসিত, অসহায়-দূর্বল কিংবা ঘৃণিত-অবহেলিত? তাহলে এক্ষনি কল করুন ঈশ্বরের নম্বরে। আপনার বিশ্বাসপূর্ণ প্রার্থনাই আপনাকে সমাধান এনে দিতে পারে। যিশু বলেছেন, “চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ কর, পাবে; দরজায় ঘাঁ দাও, তোমাদের জন্য খোলা হবে” (মথি৭:৭)।
তাই আসুন প্রিয়জনেরা, আমরা আমাদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল আলমারি, বাক্স কিংবা টেবিলে ফেলে না রেখে যথাযথ সম্মান করি। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমনিভাবে আত্মিকভাবে বেঁচে থাকার জন্য ঈশ্বরের বাণীর প্রয়োজন। তাই, পবিত্র বাইবেল নিয়মিত নিজে পাঠ করি এবং অন্যকেও উৎসাহিত করি। তাহলেই দেখবেন জীবনে এক নতুন পরিবর্তন এসেছে। আর তখন থেকেই আমরা ঈশ্বর ও মানুষকে ভালোবাসতে শিখবো এবং নিজেকে স্বর্গরাজ্যের যোগ্য করে তুলবো। তাই, আসুন সকলে একই কন্ঠে বলি : ঈশ্বরের ফোন নম্বরে ফোন করুন- ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্য হয়ে উঠুন ।