৪ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার বোর্ণী ধর্মপল্লীতে সামাজিক ন্যায্যতা ও শান্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশন, সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশন এবং তালিথা কুম বাংলাদেশ এই সেমিনারে পূর্ণ সহযোগিতা করে। পোপ ফ্রান্সিসের প্রৈরিতিক পত্র ‘লাউদাতো সি’ বা ‘তোমারই প্রশংসা হোক’ এর উপর ভিত্তি করে লাউদাতো সি অ্যাকশন প্লাটফর্ম ও মানবপাচার প্রতিরোধ বিষয়ে সহভাগিতা করা হয়।

উক্ত সেমিনারে সিবিসিবি’র ন্যায় ও শান্তি কমিশনের সভাপতি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, সিবিসিবি’র ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারী ফাদার লিটন এইচ গমেজ, সিএসসি, বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়াসহ দক্ষিণ ভিকারিয়ার ৭টি ধর্মপল্লী থেকে ৩১ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। সেমিনার সকাল ১০:০০ ঘটিকায় সন্মিলিত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী সবাইকে বোর্ণী ধর্মপল্লীতে শুভেচ্ছা জানান। রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া তার বক্তব্যে বলেন, পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি! তবে আনন্দ, আশীর্বাদ ও পাশাপাশি দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র মানুষই অন্যান্য সৃষ্টিকে আধিপত্য, যত্ন ও ধ্বংস করতে পারে। আর তাই প্রকৃতিকে ধ্বংস নয় বরং সৃষ্টির যত্নে মানুষকে কাজ করতে হয়। পৃথিবীর সৃষ্টি আজ আর ভালো নেই। তাই পোপ ফ্রান্সিস সৃষ্টির প্রতি অবহেলা অন্তর গভীরে উপলব্ধি করে “লাউদাতো সি” প্রৈরিতিক পত্র লিখেছেন। বিশপ জের্ভাস রোজারিও, ডিডি বলেন, মানবজাতি যেন ছুঁড়ে ফেলার সংস্কৃতিতে রয়েছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার উপায় পোপ ফ্রান্সিস তার ‘লাউদাতো সি’ প্রৈরিতিক পত্রে ব্যক্ত করেছেন। মানুষ হিসাবে একে অপরের দিকে ভালবাসার দৃষ্টিতে আমাদের তাকানো দরকার।

ফাদার লিটন এইচ গমেজ, সিএসসি পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষার্থে আমাদের করণীয় ও লাউদাতো সি অ্যাকশন প্লাটফর্ম বিষয়ে প্রাণবন্ত সহভাগিতা করেন। তিনি বলেন, আমাদের পৃথিবী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পৃথিবী নানাভাবে আক্রান্ত; পৃথিবী ও মানবজাতিকে রক্ষার্থে পরিবার ও সমাজের নানা দায়িত্ব রয়েছে। পুণ্যপিতা ফ্রান্সিসের প্রৈরিতিক পত্র ‘লাউদাতো সি’র আলোকে অ্যাকশন প্লাটফর্ম ও বহুবিধ কর্মসূচিতে আমাদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে আলোকপাত করেন। এরপর রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারী, কারিতাস রাজশাহীর কর্মকর্তা দীপক এক্কা মানবপাচার, মানবপাচারের উদ্দেশ্য ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সহভাগিতা করেন।

সেমিনারে উপস্থিত সবাই পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ প্রৈরিতিক পত্র দ্বারা আলোকিত হয়ে নিজ নিজ এলাকায় পরিবেশ রক্ষায় নানাবিধ কর্মসূচি গ্রহণ করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। অবশেষে, সেমিনার পরিচালনাকারী ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সামাজিক ন্যায্যতা ও শান্তি বিষয়ক সেমিনার সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার- দীপক এক্কা

 

Please follow and like us: