গত ১৫ডিসেম্বর, ২০২১ খ্রি: রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত এমসি সম্প্রদায়ের সিস্টার যোয়ান ও আগ্নেশ এমসি’র ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব উদযাপন করেন মহিষভাথান এমসি সিস্টার হাউজে। সকাল ৮:৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে জুবিলী উৎসবের সূচনা হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিওসহ চার জন ফাদার, তিন জন ব্রাদার এবং পনেরো জন এমসি সিস্টার এবং প্রায় শতাধিক খ্রিস্টভক্তের উপস্থিতিতে রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। পবিত্র খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন- জুবিলী হচ্ছে ধন্যবাদ ও কৃতজ্ঞতার উৎসব। আজ আমরা সিস্টার যোয়ান ও আগ্নেশের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কেননা তিনি তার এই ভক্ত সেবিকাদের মনোনীত করেছেন ও বেঁছে নিয়েছেন এবং মিশনারী কাজের জন্য প্রেরণ করেছেন। ঈশ্বর নিজেই প্রতিটি মানুষকে সৃষ্টি করেন তার বিশেষ পরিকল্পনা নিয়ে। বহুদিন আগে থেকেই ঈশ্বর আমাদের এই ভগ্নীদ্বয়কে বেঁছে নিয়েছেন এবং মনোনীত করে রেখেছেন মণ্ডলির সেবাকাজের জন্য। তবে আমাদের প্রত্যেকের জীবনেই এই সেবাকাজ করতে গিয়ে কোন না কোনভাবে দুঃখ-কষ্টের অভিজ্ঞতা করে থাকি। মিশনারী অফ চ্যারিটির সিস্টারদেরও এই ত্যাগস্বীকার ও প্রায়শ্চিত্ত করতে হয়। আমরা জানি তারাও বিশ্বস্তভাবে এই ত্যাগস্বীকার-কষ্ট সহ্য করেন। যেন ঈশ্বরের মহিমা বৃদ্ধি পায়।
খ্রিস্টযাগের উপদেশের পর রজত জয়ন্তী উদযাপনকারী সিস্টারগণ তাদের প্রতিজ্ঞা নবায়ন করেন। খ্রিস্টযাগের পরে উপস্থিত সকলে নাস্তা করেন এবং এরপরে সিস্টারদের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। রজত জয়ন্তী উদযাপনকারী সিস্টারদের সুন্দর ও উজ্জ্বল জীবন কামনা করি যেন তারা মাদার তেরেজার মতো আর্তমানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারেন। ঈশ্বর তাদের সকলকে আশির্বাদ করুন।
বরেন্দ্রদূত রিপোর্টার