গত ১৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার কারিতাস বাংলাদেশ, রাজশাহীর আঞ্চলিক অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ পরম বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ; রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার  জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, চ্যাপলেইন ও সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের জিবি ও ইবি বোর্ডের অত্র অঞ্চলের সদস্য-সদস্যা, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য-সদস্যা, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক, মি. রঞ্জন রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল-

অতিথিদের অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ, প্রাক্তন পরিচালক স্বর্গীয় পল রোজারিও’র নামে কারিতাস রাজশাহী অঞ্চলের গেস্ট হাউজ উদ্বোধন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এবং কারিতাস পতাকা উত্তোলন ও কারিতাস সংগীত পরিবেশন। এছাড়াও প্রাক্তন আঞ্চলিক পরিচালক মি. গাব্রিয়েল কস্তার নামে নতুন অফিস ভবনের কনফারেন্স হল উদ্বোধন, নতুন অফিস ভবনের ফলক উন্মোচন, ফিতা কর্তন করে নতুন অফিস ভবনে প্রবেশ, পেট্রন সেন্ট স্বর্গীয় মাদার তেরেজার ফলক উন্মোচন, প্রতিটি তলার কক্ষ পবিত্র পানি দিয়ে আর্শিবাদ এবং প্রার্থনা। অতঃপর অতিথিগণ তাদের বক্তব্য প্রদান করেন এবং আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা নতুন ভবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য বিজয় দিবস এবং প্রাক-বড়দিনের উদ্যাপনের আনন্দেও উপস্থিত সকল কর্মী/কর্মকর্তাদের ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। কারণ অনুষ্ঠানে প্রাক বড়দিনের কেক কর্তন করা হয়েছে।

বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ

 

 

Please follow and like us: