১৭ ডিসেম্বর ২০২১ তারিখে উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বমোট ১০৮ জন যুবক-যুবতী নিয়ে বিসিএসএম, ক্যাথিড্রাল ইউনিট ও ফাদারগণের পরিচালনায় সারাদিনব্যাপী আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতিমূলক সেমিনার ও প্রাক্ বড়দিন উদযাপন করা হয়। এতে মূলসুর নেয়া হয়: “তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত কর” (লুক ৩:৩)। সকাল ৯:৩০ মিনিটে ধর্মপল্লীর হলরুমে প্রার্থনা, উদ্বোধনী নৃত্য ও বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু হয়। শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, যুবক-যুবতীরা হল মণ্ডলির প্রাণ। তাই তারা যেন পুণ্য উপাসনাসহ মণ্ডলির নানাবিধ সেবাকাজে আরো সক্রিয়ভাবে এগিয়ে আসে এবং সত্য-সুন্দর পথে ও খ্রিস্টীয় মূল্যবোধে নিজেদের জীবন সাজিয়ে তোলে।
মূলসুরের উপরে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী ধর্মপ্রদেশের যুব-সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার নবীন পিউস কস্তা। তিনি তার বক্তব্যে আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতির প্রয়োজনীয়তা, মাণ্ডলিক সেবাকাজে যুবাদের অংশগ্রহণ বৃদ্ধি ও যুবাদের সুন্দর জীবন গড়ে তোলার গুরুত্ব ইত্যাদি বিষয় তুলে ধরেন। সারাদিনের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল: কেক কাটা, অংশগ্রহণকারীগণ কর্তৃক নিজ নিজ বাড়ী থেকে আনা কেক, পিঠা ও অন্যান্য খাবার জিনিস সকলে একসাথে খাওয়া ও সহভাগিতা, পাপস্বীকার, খ্রিস্টযাগ, দুপুরের আহার, কীর্তন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, বড়দিনের নভেনায় অংশগ্রহণ ও পরিচালনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার উত্তম রোজারিও