গত ১৭ জানুয়ারি ২০২২ খ্রি: সোমবার যিশুর পবিত্র হৃদয়ের গির্জা বেনীদুয়ার ধর্মপল্লীতে অর্ধদিনব্যাপী বিশপগণের সিনড: ২০২৩ এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৮৭ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাঞ্জিহারাম, র্গিজা মাস্টার, মহিলা ও যুবক-যুবতী।

“মিলনধর্মী খ্রিস্টমণ্ডলি: মিলন, অংশগ্রহণ ও প্রেরণকর্ম” সিনডের এই মূলভাবকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ছোট প্রার্থনা করা হয় এবং সেই সাথে ধর্মপল্লীর পাল-পুরোহিত, পুরুষ ও মহিলার পক্ষ থেকে একজন করে প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন। এরপর পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সিনডের মূলভাবের উপর বিস্তারিত আলোচনা করেন। যাতে করে উপস্থিত সকলে পূন্যপিতা পোপ মহোদয়ের সিনড করার উদ্দেশ্য ও লক্ষ্য বুঝতে পারেন। এরপর সিনডের দলিলের মধ্যে আলোচনার জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয় তা নিয়ে দুটি দলে বিভক্ত হয়ে আলোচনা ও নিজেদের মতামতের উপর ভিত্তি করে উত্তর লেখা হয়। অত:পর পাল-পুরোহিত সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে ফটোসেশন ও দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারের পরিসমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: বাপ্পী ক্রুশ

 

 

Please follow and like us: