বিশপগণের সিনড্ ২০২৩ উপলক্ষকে সামনে রেখে সার্বজনীন মণ্ডলির প্রস্তুতির অংশ হিসাবে, ধর্মপ্রদেশের সাথে সম্পৃক্ত থেকে, গত ২১ জানুয়ারী ২০২২ শুক্রবার ‘লূর্দের রাণী মা মারীয়ার ধর্মপল্লী, বনপাড়াতে অর্ধদিবসব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পর্যায়ের ৬০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। “সিনডাল মণ্ডলি: ঐশ অনুগ্রহে একত্রে পথ চলা”-মূলত এই মূলভাবের আলোকের সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে প্রার্থনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বিষয়ের উপর মূল উপস্থাপনা তুলে ধরেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। কর্মসূচির দ্বিতীয় উপস্থাপনা তুলে ধরেন ফাদার ড. ফা: শঙ্কর ডমিনিক গমেজ। তিনি মূলত চলতি বৎসরে ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালার মূলভাব “দায়িত্ববান সেবকের আহ্বান “ কৃতজ্ঞ হও” এর উপর বিস্তারিত আলোকপাত করেন। শেষ পর্যায়ে ধর্মপল্লীর প্রতিটি পরিবার ও ক্ষুদ্র খ্রিস্টীয় মণ্ডলি যেন সিনডাল মণ্ডলির মূল ভাবধারা, কার্যক্রম ও বিশ্বাসের অনুশীলনে অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে কিছু প্রশ্ন বুঝিয়ে দেয়া হয়। আর বলা হয়- এই প্রশ্নসেট প্রত্যেক ক্ষুদ্র খ্রিস্টীয় মণ্ডলিতে দেয়া হবে। নির্দেশনা দেয়া হয়- যেন সেখানে আলাপ-আলোচনা, মতামত, শ্রবণের মধ্য দিয়ে লিখিত উত্তর প্রস্তুত করে ধর্মপল্লীতে নির্দিষ্ট তারিখে জমা দান করতে। অতঃপর, পাল-পুরোহিত সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুপুরের আহারের মধ্য দিয়ে উক্ত সেমিনারের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার :  লর্ড দানিয়েল রোজারিও

Please follow and like us: