গত ৩০ জানুয়ারি ২০২২ তারিখে পবিত্র শিশু মঙ্গল দিবস উপলক্ষ্যে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে মোট ৭৫ জন শিশু ও ১৮ জন এনিমেটর এবং ৩ জন ফাদার ও ১ জন ব্রাদারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পবিত্র শিশু মঙ্গল সেমিনার। সেমিনারের মূলসুর ছিল: ‘সহযাত্রী মণ্ডলি: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’। রবিবাসরীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও। সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজরিও এবং ফাদার সুরেশ পিউরিফিকেশন উক্ত খ্রীষ্টযাগ সহার্পণ করেন।

খ্রিস্টযাগের উপদেশে ফাদার ইম্মানুয়েল বলেন যে, শিশুরাই দেশ, সমাজ, মণ্ডলি ও পরিবারের ভবিষ্যৎ। তাই তাদের সুষ্ঠু গঠন দিয়ে আদর্শ খ্রিস্টানুসারী হতে সহায়তা করতে হবে এবং সহযাত্রী মণ্ডলিতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব পালনের জন্য তাদের প্রস্তুত করতে হবে। খ্রিস্টযাগের পর শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাদার সুরেশ পিউরিফিকেশন ও সিস্টার লুসি, এসসি-এর পরিচালনায় এবং এনিমেটর ও ফাদারগণের আন্তরিক সহযোগিতায় খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবময়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতড়ন, শিশুমঙ্গলের প্রাক্তন পরিচালিকা সিস্টার পাপিয়া, এসসি-কে ধন্যবাদ জ্ঞাপন ও নবাগত পরিচালিকা সিস্টার লুসি, এসসি-কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: