গত ৩০ জানুয়ারি, ২০২২ রবিবাসরীয় খ্রিস্টযাগের পর শ্রদ্ধেয় ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশনকে মথুরাপুর ধর্মপল্লীতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সেই সাথে বরণ করে নেওয়া হয় আরো তিন জন সিস্টারকে, তারা হলেন- সি. মেরী অর্চনা এসএমআরএ, সি:মেরী যুথিকা এসএমআরএ এবং সি. মেরী ক্রিস্টেল এসএমআরএ। অন্যদিকে সি. মেরী অনুপমা এসএমআরএ কে আনুষ্ঠানিকভাবে বিদায়ও দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকলকে আসন গ্রহণের জন্য আহ্বান করা হয়। তারপর ফুলের মালা, তোড়া এবং গানের মধ্য দিয়ে ফাদার এবং সিস্টারদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মপল্লীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্যারিশ কাউন্সিলের সহ-সভাপতি মি. ইগ্নাসিউস গমেজ (ইনু মাস্টার) ও অলিন্দা পালমা। এরপর নবাগত ফাদার এবং সিস্টারগণ তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন। শেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী বিদায়ী সিস্টারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, একই সঙ্গে নব নিযুক্ত সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীপিকেশন এবং সিস্টারগণকে শুভেচ্ছা ও স্বাগত জানানোর মধ্য দিয়ে মথুরাপুর ধর্মপল্লীতে সাদরে গ্রহণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার লিপন প্যাট্রিক রোজারিও (পরিচালক- পোপ ষষ্ঠ পল সেমিনারী, বনপাড়া), ধর্মপল্লীর সিস্টারগণ, প্যারিশ কাউন্সিলের সদস্য-সদস্যাবৃন্দসহ প্রায় ৩০০ জন খ্রিস্টভক্ত।
বরেন্দ্রেদূত রিপোর্টার: র্রিজেন্ট মাইকেল হেম্ব্রম