সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ভাটিকান সিটি, কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য তার দূতাবাস খুলেছে। গত ৪ ফ্রেরুয়ারি রোজ শুক্রবার ভেনেজুয়েলান আর্চবিশপ অ্যাডগার পিনা পারা বিদেশ বিভাগের পক্ষে নিজে উপস্থিত থেকে ভাটিকান দূতাবাসের নতুন নুনচেয়েচার দপ্তর উদ্বোধন করেন। এই দুই দেশের মধ্যে কূটনৈতিক  সম্পর্ক স্থাপনের ১৫ বছর পর ভাটিকান সিটি আনুষ্ঠানিকভাবে তার দূতাবাস উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও যুব মন্ত্রী নোওরা বিন্ত মোহাম্মেদ কাবি উপস্থিত ছিলেন। ভাটিকান প্রতিনিধিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ আরব অঞ্চলের এপোষ্টলিক ভিকার বিশপ পৌল হিন্ডার এবং নুনচেয়েচারের চার্জ দ্যা এফেয়ার্স মুঞ্চিনিয়র ক্রেসপিন দুবিয়েল। অনুষ্ঠানে বিদেশ বিষয়ক ও আর্ন্তজাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রেম বিন্ত ইব্রাহিম আল হাশেমি উপস্থিত ছিলেন। ভাটিকান দূতাবাস খোলার সময়টি ছিলো ক্যাথলিক চার্চ প্রধান পোপ ফ্রান্সিস এবং আল আজহার প্রতিষ্ঠানের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ এল তায়েবের মধ্যে মানব ভ্রাতৃত্ব বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের তৃতীয় বছরের বর্ষপূর্তী। সেই সঙ্গে ভাটিকান-আমিরাত সম্পর্কের ১৫ বছরের পূর্তিও।

উদ্বোধন অনুষ্ঠানে আর্চবিশপ পিনা পারা বলেন, “এই ভূখন্ডে নতুন করে ভাটিকান দূতাবাসের উপস্থিতি হলো এখানকার সব মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ।” তিনি বলেন, “পোপের ইচ্ছা হলো যেন এখানে তাঁর প্রতিনিধি, জনগণ- বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টভক্তদের সহায়তা দান করতে পারেন।” তিনি আরো বলেন, “এই উদ্যোগ উভয় দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন।” আমিরাত নিউজ এজেন্সি জানায়, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পোপ ফ্রান্সিস এই দূতাবাস স্থাপন করলেন।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার সুনীল রোজারিও

Please follow and like us: