গত ২৩- ২৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপল্লীতে কর্মরত পালকীয় সেবাকাজে নিয়োজিত কাটেখ্রিস্ট ও সিস্টারদের তপস্যাকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত হয় রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে। নির্জন ধ্যানের আয়োজন করেন ধর্মশিক্ষা ও বাইবেল বিষয়ক কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশের আহ্বায়ক শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী ও ফাদার উত্তম রোজারিও। এ নির্জনধ্যানের মূল বিষয় ছিল ‘প্রার্থনা, উপবাস ও দয়াদান: আত্মশুদ্ধির উপায়’। বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত মোট ১১ জন কাটেখ্রিস্ট মাস্টার এবং ১১ জন সিস্টার ও মহিলা কাটেখ্রিস্ট এতে অংশগ্রহণ করেন।

নির্জন ধ্যানের মূলভাব ‘প্রার্থনা, উপবাস ও দয়াদান: আত্মশুদ্ধির উপায়’ এর ওপর নির্জন ধ্যান পরিচালক ফাদার সাগর কোড়াইয়া বলেন, প্রার্থনা আমাদের আত্মার খাদ্য, উপবাস আমাদের দেহের শুদ্ধতা আনে আর দয়াদান মনের শক্তি ও আনন্দ জোগায়। এই তিনটি বিষয় জন্মের পর থেকেই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রার্থনা করতে গেলে আমাদের যুদ্ধ করতে হয়; আর সে যুদ্ধের অভিজ্ঞতা করতে গেলে যিশুর সাথে গেৎসিমানী বাগানে যেতে হয়। কাটেখ্রিস্ট হিসাবে আমরা যেন নিজেদের প্রচার না করে বরং যিশুর বাণীকে অন্যের কাছে নিয়ে যাই। প্রায়শ্চিত্তকাল হচ্ছে যিশুর ক্রুশীয় যন্ত্রণা ও মৃত্যুর সাথে আমাদের জীবনের কষ্টকে অভিজ্ঞতা করা।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: