গত সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, দীর্ঘ প্রতীক্ষা ও প্রস্তুতির পর গুল্টা ধর্মপল্লীর খেয়াল গ্রামে মহা ধুমধামের মধ্য দিয়ে নতুন গির্জা উদ্বোধন ও আর্শিবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, গুল্টা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কার্লো বুজ্জি পিমে , ৬ জন ফাদার ও ৫ জন সিস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য হিন্দু-মুসলিম আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রশাসনের বেশ কয়েকজন ব্যক্তিবর্গসহ প্রায় ৪০০ জন খিস্টভক্ত।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান পৌরহিত্যকারী বিশপ জের্ভাস রোজারিও সহ সকলকে উঁরাও নৃত্যের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিশপ মহোদয়ের পা ধোয়ানো হয়। তারপর তিন রঙের তিনটি ফিতা কেটে খ্রিস্টযাগের মধ্য দিয়ে নতুন গির্জা উদ্বোধন ঘোষণা ও আর্শিবাদ করা হয়। বিশপ মহোদয় তার উপদেশবাণীতে বলেন, “যখন আমরা নতুন গির্জা বা মন্দির স্থাপন করি, তখন এর মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের দৃঢ়তা প্রকাশ পায়। আমরা এই গির্জায় নিজেরা প্রার্থনা ও আরাধনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করি এবং একই সঙ্গে আমরা অন্যদেরকেও আহ্বান করি এখানে প্রার্থনা করার জন্য।”

খ্রিস্টযাগের পরে কয়েকজন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। শেষে, দুপুরের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন

Please follow and like us: