গত ১লা মার্চ- ২০২২, মথুরাপুর ধর্মপল্লীর উদ্দ্যোগে ও মথুরাপুর বিসিএসএম এর সহোযোগীতায় এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। আনন্দ ভ্রমণের স্থান ছিল গ্রীনভ্যালী পার্ক লালপুর, বনপাড়া সেমিনারী ও উত্তরা গণভবন- নাটোর। আর এ আনন্দ ভ্রমণের মূলসুর ছিল “চল যাই একসাথে আনন্দে যিশুর পথে”। এতে অংশগ্রহণ করেন মথুরাপুর মিশনের সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন, রাজশাহী ধর্মপ্রদেশীয় বিসিএসএম এর চ্যাপলেইন ফাদার প্রশান্ত আইন্দ, সিস্টার মেরী ইশিতা এসএমআরএ, রিজেন্ট মাইকেল হেম্ব্রম, পালকীয় পরিষদের সেক্রেটারি মি. আগষ্টিন রোজারিও-সহ বিসিএসএম ও ওয়াইসিএস এর মোট ১০৬ জন সদস্য-সদস্যা।

আনন্দ ভ্রমণ কার্যক্রমের শুরুতেই ছিল পবিত্র খ্রিস্টযাগ। ভ্রমণকারী সকলে এতে অংশগ্রহণ করেন। সকাল ৮:১৫ মিনিটে আমাদের যাত্রা শুরু হয় এবং প্রায় ১০:০০ টার সময় গ্রীনভ্যালী পার্কে পৌঁছাই। সেখানে কয়েক ঘন্টা ঘুরাঘুরির পর ১:৩০ মিনিটে আমরা ফিরে আসি বনপাড়া পোপ ষষ্ঠ পল সেমিনারীতে। দুপুরের খাওয়া ও হালকা বিরতির পর সেখান থেকে আবার আমরা নাটোর উত্তরা গণভবণের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে কিছু সময় পার করার পর ফিরে আসি বোর্ণী মিশনে, সেখানে হালকা টিফিন খাওয়ার পর সন্ধা ৭:০০ টায় ফিরে আসি নিজ মিশন মথুরাপুরে।

এভাবেই দিনটি অনেক আনন্দের সাথেই আমরা অতিক্রম করেছি এবং এ আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে আমাদের পরস্পরের মধ্যে সম্পর্কের বন্ধন আরো গভীর হতে সাহায্য করেছে। আর সম্পর্কের বন্ধন-ই হচ্ছে আমাদের সামনে একসাথে যাত্রা করার নতুন অনুপ্রেরণা। এজন্য এরকম সুন্দর একটি দিনের জন্য ঈশরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মিশনের পাল-পুরোহিত ফাদার শিশির গ্রেগরীকে যথাযথ সাহায্য ও অনুমতি প্রদানের জন্য।

 বরেন্দ্রদূত রিপোর্টার: দিগন্ত গমেজ

Please follow and like us: