৮ই মার্চ ২০২২ মথুরাপুর ধর্মপল্লীতে খ্রিস্টযাগের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। পোপ মহোদয় যে মূলসুর দিয়েছেন- “টেকসই ভবিষ্যত গঠনে নারী-পুরুষের সমতা”। সেই একই মূূলসুরের উপর ভিত্তি করেই আজকের এ নারী দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে মোট ৫০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগে পৌরহিত্য করেন সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। তিনি তার উপদেশে বিশেষভাবে নারী ও পুরুষের সমতার বিষয়ে বলেন এবং আজকের নারী দিবস উদযাপনের ইতিহাসও সবার উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি আরো বলেন, “প্রত্যেক সৃষ্টিশীল ও সৃজনশীল কাজের মধ্যে রয়েছে নারীদের অনেক অবদান ও ভূমিকা তাই নারীদের যথাযথ সম্মান প্রদান করা সকলের প্রয়োজন।” তারপর খ্রিস্টযাগের পরে ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহভাগিতা রাখেন সিস্টার মেরী সেলিনা, এসএমআরএ এবং সাধ্বী রীতা’ হাই-স্কুলের শিক্ষিকা রত্না কস্তা। শিক্ষিকা রত্না কস্তা বলেন, “আমাদের সমাজে অন্যতম ও অন্যন্য নাম হচ্ছে মা আর মা হচ্ছেন একজন নারী এবং নারীদের একটি বিশেষ গুণ হচ্ছে ধৈর্য।” সিস্টার সেলিনা তার সহভাগিতায় বলেন, “নারীদের সব কাজ পুরুষরা করতে পারে না আবার পুরুষদের সব কাজ নারীরা করতে পারে না, তাই পরস্পরকে যেন নিজ নিজ কাজের জন্য সাহায্য-সহযোগিতা করি।” তিনি মা-বাবাদের বিশেষভাবে আহ্বান করেন তাদের ছেলে-মেয়েদেরকে সমান মর্যাদায় লালন পালন করার জন্য এবং পরিবারে যেন কোন প্রকার বৈষম্য সৃষ্টি না হয়।
পরিশেষে ফাদার স্বপন পিউরীফিকেশন উপস্থিত সকল নারীদেরকে শুভেচ্ছা ও অভিন্দন জানান। তারপর উপস্থিত সকলেই পরস্পরকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: রিজেন্ট মাইকেল হেম্ব্রম