বিগত ০৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ রোজ রবিবার সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী, ফৈলজানায় শিশুমঙ্গল দিবস পালিত হয়। দিবসের মূলসুর ছিল ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত’। সকাল ৯:০০ ঘটিকায় শিশুরা শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি; সাথে উপস্থিত ছিলেন সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি।

খ্রীষ্টযাগের উপদেশে ফাদার এ্যাপোলো শিশুদের আহ্বান করেন যেন তারা প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে প্রার্থনা করে, ভাল মতো পড়াশুনা করে, বড়দের বাধ্য থাকে এবং সম্মান করে। খ্রিস্টযাগের পর শিশুরা আনন্দর‌্যালি করতে করতে মিশন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হল ঘরে প্রবেশ করে। সেখানে এনিমেটরগণ গান ও ফুল দিয়ে শিশুদের শুভেচ্ছা জানান। অতঃপর শিশুমঙ্গল সংঘের আহ্বায়ক সিস্টার মেরী অর্ঘ্য, এসএমআরএ স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপরই শুরু হয় শিশুদের শ্রেণী-ভিত্তিক প্রার্থনা, গান, বাইবেল কুইজ এবং বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আনন্দঘন দিনে মোট ৮৭জন শিশু এবং ১৪জন এনিমেটর উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রীতিভোজের মধ্য দিয়ে এই দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : দিপালী রড্রিকস্

Please follow and like us: