শিশুদের জ্ঞান বৃদ্ধি ও সার্বিক গঠন জরুরী। এছাড়াও শিশুদের নিরাপত্তার বিষয়ে সমগ্র বিশ্ব, দেশ ও ধর্মপ্রদেশ গুরুত্ব দিয়ে থাকেন এমনটি বলেছেন নাটোর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিনো, পিমে শিশু সুরক্ষা সেমিনারে উল্লেখ করেন।
গত ১১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে নাটোর মরিময় স্কুল ও ভবানীপুর সাধু ফ্রান্সিস জেভিয়ার স্কুলের মোট ১৭ জন শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে নাটোর মরিময় স্কুল প্রাঙ্গণে শিশু সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া বিদ্যালয়ে শিশু সুরক্ষার ওপর অর্ধদিবসব্যাপী সেমিনার পরিচালনা করেন। সকাল ১০:৩০ মিনিটে সার্বজনীন প্রার্থনা, ভক্তিমূলক গান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিনো, পিমে স্বাগত বক্তব্য রাখেন। ফাদার সাগর কোড়াইয়া তার আলোচনায় বলেন, বর্তমান বিশ্বে শিশু নির্যাতন ও সুরক্ষা একটি আলোচিত বিষয়। শিশুরা যেন পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ে ও অন্যান্য স্থানে শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন হয়রানির শিকার না হয় তা লক্ষ্য রাখা প্রত্যেকজন শিক্ষক-শিক্ষিকার নৈতিক দায়িত্ব। বিদ্যালয়ে শিশুর প্রতি করণীয় ও বর্জনীয় বিষয়ও আমাদের যথাযথ লক্ষ্য রাখা দরকার। শিশু সুরক্ষার জন্য বিশ্ব শিশু সুরক্ষা আইন ও জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে ধর্মপ্রদেশ তথা বাংলাদেশ কাথলিক মণ্ডলি নীতিমালা প্রণয়ন করেছে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাগণ তাদের সহভাগিতায় বলেন, বিদ্যালয়ের শিশুরা আমাদের সন্তানের মতো। শিশুদের কষ্ট মানে আমাদেরও কষ্ট; তাই প্রত্যেকজন শিক্ষক-শিক্ষিকাই বিদ্যালয়ের শিশুদের প্রতি মাতৃ ও পিতৃসুলভ আচরণ করবেন বলে অঙ্গীকার করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার সাগর কোড়াইয়া