গত ১৭ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশের ঐতিহাসিক গ্রাম বেগুনবাড়ীতে নতুন গীর্জাঘর নির্মাণ কাজের শুভসূচনা করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এই মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইম্মানুেয়েল কানন রোজারিও, ফাদার ফাবিয়ান মারান্ডী, পাল পুরোহিত বেণীদুয়ার ধর্মপল্লী ও ইঞ্জিনিয়ার মনিরসহ গ্রামবাসী অনেকেই।

বেনীদুয়ার ধর্মপল্লীর বেগনবাড়ী গ্রাম রাজশাহী ধর্মপ্রদেশের আদি প্রচার কেন্দ্র ও প্রথম খ্রিস্টান গ্রাম। ফাদার ফ্রান্সিস রক্কা, পিমে, ১৯০২ খ্রিস্টাব্দে বেগুনবাড়ী গ্রামে মুন্ডাদের মধ্যে খ্রিস্টবাণী প্রচার করে তাদেরকে নিয়ে একটি খ্রিস্টীয় সমাজ গড়ে তুলেন। ১৯১০ খ্রিস্টাব্দের কৃষ্ণনগরের বিশপ তাভেজ্জা বেনীদুয়ারকে পূর্ণাঙ্গ ধর্মপল্লীতে উন্নীত করেন। আর এটি ছিল রাজশাহী ধর্মপ্রদেশে ধর্মপল্লী।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: