মিলনধর্মী মন্ডলী গঠনে শিশুদের অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব – এই মূলসুরকে কেন্দ্র করে গত ১৮ মার্চ রোজ শুক্রবার পবিত্র পরিবার ধর্মপল্লীতে উদযাপিত হয় পবিত্র শিশু মঙ্গল দিবস। প্রার্থনার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। এরপরে শিশুদের শ্রেণী অনুসারে ৩ ভাগে ভাগ করে মূলসুরের উপরে সহভাগিতা করা হয়। এই সহভাগিতাগুলো প্রদান করেন শ্রদ্ধেয় মুনসিনিয়র মার্সেল তপ্ন, শ্রদ্ধেয়া সিস্টার সুচিত্রা গমেজ, সি. হিরা রিবেরু এবং মি. টমাস বাস্কে। সহভাগিতার মধ্যে প্রায়শ্চিত্তকাল এবং পাপস্বীকারের বিষয়েও আলোচনা করা হয়।
সহভাগিতার পরে শিশুদের বাইবেল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার পরে শিশুদের নিয়ে গির্জাঘরে পাপস্বীকার ও রোজারিমালা করা হয় এবং পরে শিশুরা ক্রুশের পথে অংশগ্রহণ করে। এরপরে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার হেনরি পালমা, পালপুরোহিত, পবিত্র পরিবার ধর্মপল্লী। পবিত্র খ্রিস্টযাগের পরে শিশুরা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয় এবং সেই সাথে সকল শিশুদের ধর্মপল্লীর পক্ষ থেকে শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা খাতা এবং কলম প্রদান করেন। এরপরে শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা শিশুদের ধর্মপল্লীতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহনের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে পবিত্র শিশু দিবসের সমাপ্তি ঘোষণা করেন। পরে শিশুরা দুপুরের আহার গ্রহণ করে খুশি মনে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। পবিত্র শিশু মঙ্গল দিবসে সেন্ট লুইসপাড়া এবং ভূগরইল গ্রামের সর্বমোট ৮৭ জন শিশু অংশগ্রহণ করে।